Anupam Roy Wedding: ফের বিয়ের পিঁড়িতে অনুপম! পিয়ার সঙ্গে বিচ্ছেদের পর কার সঙ্গে কাটাবেন জীবন
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Anupam Roy Wedding: জল্পনাই সত্যি হল শেষমেশ। বিয়ে করছেন গায়ক অনুুপম রায়। ফের জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন গায়ক।
advertisement
1/5

জল্পনাই সত্যি হল শেষমেশ। বিয়ে করছেন গায়ক অনুুপম রায়। ফের জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন গায়ক। সমস্ত ঝড়ঝঞ্জা কাটিয়ে ফের নতুন করে সংসার শুরু করবেন।
advertisement
2/5
জানা গিয়েছে, আগামী ২ মার্চ বিয়ের পিঁড়িতে বসবেন অনুপম। কাছের মানুষ এবং পরিবার-পরিজনদের সাক্ষী রেখে চার হবে এক হাত। কিন্তু পাত্রীটি কে জানেন?
advertisement
3/5
টলিপাড়ার গুঞ্জন, গায়িকা প্রস্মিতা পালকে বিয়ে করছেন অনুপম। ভালবেসেই ছাদনাতলায় পৌঁছনোর সিদ্ধান্ত তাঁদের। টলিউডের একাধিক ছবিতে গান গেয়েছেন প্রস্মিতা।
advertisement
4/5
অনুুপম এবং প্রস্মিতার প্রেমের গুঞ্জন নতুন নয়। দু'জনের রসায়ন নিয়ে চর্চা ছিল বহু আগে থেকেই। তবে প্রেমের বিষয়ে কখনও কোনও মন্তব্য করেননি তাঁরা।
advertisement
5/5
অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী মাস কয়েক আগেই অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। অনুুপমের এ বার নতুন সংসার শুরুর পালা।