TRENDING:

Ankita Lokhande: মেয়ের মা হলেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা...! একরত্তির মুখ দেখালেন ভিকি-অঙ্কিতা, খুশিতে ভাসছে জৈন-লোখন্ডে পরিবার

Last Updated:
অঙ্কিতা রবিবার সন্তান ঘরে আসার ভিডিয়ো শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। লেখেন, ‘আমাদের পরিবারে স্বাগত আমাদের ছোট রাজকুমারী মৌ লোখান্ডে জৈনকে। তুমি আমাদের পরিবারে নতুন সংযোজন। তুমি আমাদের জীবনে অপরিসীম আনন্দ এবং সুখ বয়ে এনো।’
advertisement
1/7
মেয়ের মা হলেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা...! একরত্তির মুখ দেখালেন ভিকি-অঙ্কিতা
পবিত্র রিস্তা ধারাবাহিক থেকে তাঁর যাত্রা শুরু৷ এবং সেই সিরিয়াল থেকেই তিনি খ্যাতির শিখরে পৌঁছন৷ তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি৷ একে একে অনেক কাজ এসেছে তাঁর ঝুলিতে৷ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন অঙ্কিতা৷
advertisement
2/7
এখন তিনি বিবাহিত৷ তাঁর স্বামী ভিকি জৈন৷ সুশান্ত সিং-এর সঙ্গে সম্পর্ক ভাঙার পর বেশ কয়েকদিন সিঙ্গল ছিলেন অঙ্কিতা৷ তারপর শুরু হয় অঙ্কিতা-ভিকির প্রেম৷ তাঁর সঙ্গেই সংসার পাতেন নায়িকা৷ এমনকী সুশান্তের মৃত্যুর সময় খুবই ভেঙে পড়েন অঙ্কিতা৷ তাঁর মন শক্ত রাখার জন্য পাশে ছিলেন ভিকি তাঁর পাশে ছিলেন ভিকি৷
advertisement
3/7
কিন্তু এরপরই ঘটে গেল জীবনেই সেই ঘটনা৷ বিয়ের পর ভিকি ও অঙ্কিতা দু’জনেই গিয়েছিলেন বিগ বসের ঘরে, প্রতিযোগী হিসেবে৷ আর সেখানেই জনসমক্ষে চলে এল তাঁদের নোংরা লড়াই, একে অপরের প্রতি ঘৃণা৷ ছবি না ভিডিওতে দেখানো ভালবাসা যেন উবে গেল৷
advertisement
4/7
এমকী অঙ্কিতার শাশুড়িও বৌমার নামে নিন্দে মন্দ করতে ছাড়ননি৷ একটা সময় মনে হতেই লাগল যেন অঙ্কিতা ও ভিকির বিচ্ছেদ হয়ে যাবে৷ তবে সেদিকে এগোয়নি তাঁদের সম্পর্ক৷ বরং আরও মধুর হয়েছে তাঁদের প্রেম৷ নতুন খবরই তার প্রমাণ৷
advertisement
5/7
মা হলেন অঙ্কিতাা লোখন্ডে। ঘরে এল ফুটফুটে নতুন অতিথি।
advertisement
6/7
অঙ্কিতা রবিবার সন্তান ঘরে আসার ভিডিয়ো শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। লেখেন, ‘আমাদের পরিবারে স্বাগত আমাদের ছোট রাজকুমারী মৌ লোখান্ডে জৈনকে। তুমি আমাদের পরিবারে নতুন সংযোজন। তুমি আমাদের জীবনে অপরিসীম আনন্দ এবং সুখ বয়ে এনো।’
advertisement
7/7
অঙ্কিতা ও ভিকি ঘরে এনেছেন ছোট একটি বিড়ালছানা, তার নামই মৌ। সাজানো বাস্কেটের ভিতরে করে তার আগমন। কোলে তুলে নেন অঙ্কিতা। নতুন অতিথিকে পেয়ে যারপরনাই খুশি দুজনেই।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Ankita Lokhande: মেয়ের মা হলেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা...! একরত্তির মুখ দেখালেন ভিকি-অঙ্কিতা, খুশিতে ভাসছে জৈন-লোখন্ডে পরিবার
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল