Vicky Jain-Ankita Lokhande: এ কী কাণ্ড! স্বামী ভিকিকে জুতো খুলে ছুড়লেন অঙ্কিতা, প্রেম কি তবে একেবারেই শেষ
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Vicky Jain-Ankita Lokhande: ভিকি জৈন এবং অঙ্কিতা লোখন্ডে। বিগ বসের বাড়িতে যেন উন্মোচিত হচ্ছে তাঁদের সম্পর্কের নতুন দিক। দাম্পত্যে চিড় আগেই ধরেছিল। কিন্তু এ বার যা হল, তাতে সকলেই অবাক।
advertisement
1/5

ভিকি জৈন এবং অঙ্কিতা লোখন্ডে। বিগ বসের বাড়িতে যেন উন্মোচিত হচ্ছে তাঁদের সম্পর্কের নতুন দিক। দাম্পত্যে চিড় আগেই ধরেছিল। কিন্তু এ বার যা হল, তাতে সকলেই অবাক।
advertisement
2/5
সম্প্রতি এক পর্বে ভিকির সঙ্গে মতবিরোধ হয় অঙ্কিতার। তখনই মজার ছলে অঙ্কিতার গলা ধরে তাঁকে পিছনের দিকে টেনে আনেন ভিকি।
advertisement
3/5
রাগ করে ভিকিকে সরিয়ে দেওয়ার করেন অঙ্কিতা। কিন্তু ভিকি তাঁকে পিছন থেকে জড়িয়ে ধরে হাত ধরেন।
advertisement
4/5
অঙ্কিতা যদিও থেমে থাকেননি। পায়ের চপ্পল খুলে ভিকিকে ছুড়ে মারেন অভিনেত্রী। বিগ বস-এ আসার পর থেকেই নানা কারণে বিতণ্ডা লেগে থাকে। অনেকেই মনে করছেন, পুরোটাই শোযের খাতিরে। কেউ কেউ আবার বলছেন, তাঁদের সম্পর্কে সত্যিই চিড় ধরেছে।
advertisement
5/5
২০২১ সালে ভালবেসে বিয়ে করেন ভিকি এবং অঙ্কিতা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর স্বামীর মধ্যে ভালবাসা খুঁজে পান অভিনেত্রী।