লেহেঙ্গার সঙ্গে ব্রালেট, অনন্যার হট ফোটোশ্যুট তাপমাত্রা বাড়িয়ে দিল নেটদুনিয়ায়
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Ananya Panday : লাইগার ছবিতে অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে জুটি বেঁধেছেন অনন্যা। ইতিমধ্যেই তাঁদের রসায়ন নজর কেড়েছে।
advertisement
1/10

বলিউডের খবরের ট্রেন্ডে এখন অভিনেত্রী অনন্যা পান্ডে। লাইগার ছবির প্রচার নিয়ে ব্যস্ত। তার মাঝেই এই কালো লেহেঙ্গায় নজর কাড়লেন অভিনেত্রী।
advertisement
2/10
কালো লেহেঙ্গার সঙ্গে কালো চোলি। অনন্যার সৌন্দর্যে মুগ্ধ নেটিজেন।
advertisement
3/10
একদিকে আসন্ন ছবির প্রচার। অন্যদিকে এই ফোটোশ্যুটে মাতালেন অভিনেত্রী।
advertisement
4/10
লাইগার ছবিতে অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে জুটি বেঁধেছেন অনন্যা। ইতিমধ্যেই তাঁদের রসায়ন নজর কেড়েছে।
advertisement
5/10
ছবির দুটির গানও প্রকাশ্যে এসেছে। নেট দুনিয়ায় সেই গানগুলিও ট্রেন্ডিং। সব মিলিয়ে এখন ভাল সময় যাচ্ছে অনন্যার।
advertisement
6/10
কিছুদিন আগেই কফি উইথ করণ-এ একই সঙ্গে এসেছিলেন অনন্যা ও বিজয়। সেখানে নিজের লাভ লাইফ, যৌনতা নিয়েও কথা বলেন তিনি।
advertisement
7/10
করণ জোহরের শোয়ে অনন্যা জানান, স্টার কিড হওয়ার জন্য তাঁকে অনবরত ট্রোলড হতে হয়। কিন্তু তা সামান্য খারাপ লাগলেও আর তাকে আঘাত করে না।
advertisement
8/10
এমনকি চেহারার জন্যও ট্রোলড হন অনন্যা। সমতল বক্ষ বলে তাঁকে একাধিক বার নিশানাও করা হয়েছে।
advertisement
9/10
এর আগে গেহেরাইয়া ছবিতে নজর কেড়েছেন অনন্যা। সেই ছবিতে তাঁর অভিনয়ও অনেকের চোখে পড়েছে।
advertisement
10/10
উজ্জ্বল গোলাপি রঙের লেহেঙ্গায় মন মাতানো সৌন্দর্য।