TRENDING:

Anant Ambani-Radhika Merchant Wedding: রীতেশ-জেনেলিয়া থেকে সস্ত্রীক রহমান! অনন্ত-রাধিকার বিয়েতে কোন দম্পতিরা নজর কাড়লেন?

Last Updated:
অনন্ত-রাধিকা নবদম্পতি। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে তাঁরাই ছিলেন। তবে নজর কেড়েছেন বেশ কয়েক জোড়া বলিউড দম্পতিও। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানে যোগ করেছে অন্য মাত্রা।
advertisement
1/10
রীতেশ-জেনেলিয়া থেকে সস্ত্রীক রহমান! অনন্ত-রাধিকার বিয়েতে কোন দম্পতিরা নজর কাড়লেন
সাত পাকে বাঁধা পড়েছেন আম্বানি পরিবারের কনিষ্ঠ পুত্র। শুক্রবার সন্ধ্যায় তারকাখচিত জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে ছোটবেলার বন্ধু রাধিকা মার্চেন্টের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অনন্ত আম্বানি।
advertisement
2/10
প্রাক বিবাহ অনুষ্ঠানের মতো বিবাহ অনুষ্ঠানও ছিল চোখধাঁধানো। দেশের নামিদামি ব্যক্তিত্ব, ব্যবসায়ী, বলিউড স্টারের পাশাপাশি উপস্থিতি ছিলেন কিম কার্দাশিয়ানের মতো আন্তর্জাতিক তারকারাও।
advertisement
3/10
তিনদিন ধরে চলবে বিবাহ অনুষ্ঠান। যার শুরুটা হয়েছে ১২ জুলাই শুভ বিবাহের মধ্যে দিয়ে। অনন্ত-রাধিকার জাঁকজমকে মোড়া বিয়েই এখন টক অফ দ্য টাউন।
advertisement
4/10
অনন্ত-রাধিকা নবদম্পতি। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে তাঁরাই ছিলেন। তবে নজর কেড়েছেন বেশ কয়েক জোড়া বলিউড দম্পতিও। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানে যোগ করেছে অন্য মাত্রা।
advertisement
5/10
এই তালিকায় প্রথমেই আসবে জেনেলিয়া ও রীতেশ দেশমুখের নাম। বলিউডের অন্যতম মিষ্টি দম্পতি হিসেবেই তাঁদের পরিচয়। বিয়েতে জেনেলিয়া পরেছিলেন সোনালি রঙের শাড়ি। সঙ্গে মানানসই মেকআপ। সুন্দর নেকপিস ও ফিজি গবলেটের নাথ চেহারায় যোগ করেছিল অন্য মাত্রা। রীতেশ পরেছিলেন প্রিন্টেড শেরওয়ানি। তাতে এমব্রয়ডারি করা ফুলের মোটিফ।
advertisement
6/10
এরপরই নজর কাড়েন রাজকুমার রাও ও পত্রলেখার জুটি। পত্রলেখার পরনে ছিল উজ্জ্বল লাল লেহঙ্গা। সঙ্গে হীরে ও পান্নার পোলকি সেট। রাজকুমার পরেছিলেন সাদা শার্ট, ক্রিম রঙের জ্যাকেট এবং ঢোলা ট্রাউজার্স।
advertisement
7/10
স্ত্রীকে নিয়ে হাজির হয়েছিলেন গায়ক ও সঙ্গীতকার এ আর রহমান। তাঁর পরনে ছিল নীল শেরওয়ানি ও সাদা পায়জামা। তাঁর স্ত্রী বেছে নিয়েছিলেন ক্রিম রঙের ফুল লেংথ স্যুট।
advertisement
8/10
মেয়েকে নিয়ে সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার এমএস ধোনি। পরেছিলেন সোনালি কুর্তা ও ধুতি স্টাইলের চুড়িদার। স্ত্রী সাক্ষী বেছে নিয়েছিলেন মিন্ট সবুজ রঙের লেহঙ্গা। সঙ্গে ডায়মন্ড নেকপিস এবং মাং টিকা। মেয়ে জিভার পরনে ছিল হলুদ চুড়িদার।
advertisement
9/10
গোলাপি শেরওয়ানি স্যুটে সেজেছিলেন জওয়ান খ্যাত পরিচালক অ্যাটলি। স্ত্রী কৃষ্ণা প্রিয়ার পরনেও ছিল গোলাপি লেহঙ্গা। ম্যাচিং পোশাকে এই জুটিকে মানিয়েছিল চমৎকার।
advertisement
10/10
কালো আচকানে মহেশ বাবু বরাবরের মতোই হ্যান্ডসাম। স্ত্রী নম্রতা শিরোদকর বেছে নিয়েছিলেন অফ হোয়াইট রঙের ফুলের কাজ করা চুড়িদার। মেয়ে সিতারার পরনে ছিল এমব্রয়ডারির কাজ করা শাররা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Anant Ambani-Radhika Merchant Wedding: রীতেশ-জেনেলিয়া থেকে সস্ত্রীক রহমান! অনন্ত-রাধিকার বিয়েতে কোন দম্পতিরা নজর কাড়লেন?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল