TRENDING:

যথেচ্ছ ভাবে মদ্যপান তো ছিলই, দিনে খেতেন ২০০টা করে সিগারেটও! নিজের বদভ্যাসগুলি নিজেই খোলাখুলি ভাবে তুলে ধরেছিলেন বলিউডের এই সুপারস্টার

Last Updated:
বি-টাউনে একটা সময় একচ্ছত্র রাজত্ব ছিল তাঁর। বলা ভাল, রুপোলি দুনিয়ার শাহেনশাহ তিনি। বয়স বাড়লেও এখনও দিব্যি চুটিয়ে কাজ করে চলেছেন। নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে, এখানে কোন অভিনেতার কথা বলা হচ্ছে! কথা হচ্ছে, বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চনের।
advertisement
1/7
যথেচ্ছ ভাবে মদ্যপান তো ছিলই, দিনে খেতেন ২০০টা করে সিগারেটও! অভিনেতার বদঅভ্যাসগুলি কী ছিল
বি-টাউনে একটা সময় একচ্ছত্র রাজত্ব ছিল তাঁর। বলা ভাল, রুপোলি দুনিয়ার শাহেনশাহ তিনি। বয়স বাড়লেও এখনও দিব্যি চুটিয়ে কাজ করে চলেছেন। নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে, এখানে কোন অভিনেতার কথা বলা হচ্ছে! কথা হচ্ছে, বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চনের। (File Photo)
advertisement
2/7
বলিউডের বড় তারকা হলেও এমনিতে শান্ত, স্থিতধী এবং সাদামাটা ভাবেই জীবনযাপন করেন অমিতাভ। মদ্যপান কিংবা মাংস খাওয়াও এড়িয়ে চলেন তিনি। তবে অভিনেতা বরাবর এমনটা কিন্তু ছিলেন না। বরং নিজের জীবনযাত্রা তিনি পরে পরিবর্তন করেছেন। (File Photo)
advertisement
3/7
একের পর এক সিগারেট খেতেন, ছিলেন মাংস-প্রেমীও: ১৯৮০ সালে ইন্ডিয়া টুডে-র কাছে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অতীতের ব্যাপারে মুখ খুলেছিলেন অমিতাভ বচ্চন। জানিয়েছিলেন, তিনি ছিলেন চেন-স্মোকার। মদ্যপানের প্রতিও ছিল আসক্তি। আর তিনি ছিলেন আমিষাশী। তবে এর কারণও ব্যাখ্যা করেছেন অভিনেতা। ধর্মীয় বিশ্বাসের কারণে অবশ্য অভিনেতা এই আসক্তি বা অভ্যাসগুলিকে বিদায় জানাননি, বরং বিদেশে ভ্রমণের কালে নিরামিষ খাবারের সন্ধান পাওয়া যেত না। তাই খেতেই হত। তবে অবশ্য অমিতাভ এ-ও জানান যে, তাঁর স্ত্রী জয়া বচ্চন এবং মা তেজী বচ্চনও মাংস খেতে ভালবাসতেন। তবে এ নিয়ে কোনও সমস্যা হয়নি তাঁর। (Photo: Instagram)
advertisement
4/7
অভিনেতার কথায়, “আমি ধূমপান, মদ্যপান করি না কিংবা মাংস খাই না। এটা কোনও ধর্মীয় বিষয় নয়। বরং এটা হল স্বাদের ব্যাপার। আমাদের পরিবারে আমার বাবা নিরামিষাশী। আর আমার মা তা নন। একই ভাবে জয়া আমিষ খাবার খেয়ে থাকেন। কিন্তু আমি খাই না। একটা সময় আমি অবশ্য মাংস খেতাম। এমনকী আমি মদ্যপান কিংবা ধূমপানও করতাম। কিন্তু এখন সেই সমস্ত কিছু আমি ত্যাগ করেছি।” (Photo: Instagram)
advertisement
5/7
অমিতাভ বচ্চন আরও বলে চলেন, “কলকাতায় থাকাকালীন আমি দিনে ২০০টা সিগারেট খেতাম। হ্যাঁ ঠিকই শুনছেন ২০০টা। কিন্তু বম্বে যাওয়ার পরে আমি সেই অভ্যাস ত্যাগ করেছি। যথেচ্ছ ভাবে আমি মদ্যপানও করতাম। যা হাতের কাছে পেতাম, তা-ই খেয়ে নিতাম। কিন্তু কয়েক বছর আগে আমি সিদ্ধান্ত নিই যে, আমার এগুলির কোনও প্রয়োজন নেই। বিদেশে শ্যুটিং করা ছাড়া আমার অভ্যাসগুলি আমায় কোনও সমস্যায় ফেলেনি। কারণ সেখানে নিরামিষ খাবার পাওয়া খুবই কঠিন।” (Photo: Instagram)
advertisement
6/7
নিজের রাগী স্বভাবের কথাও তুলে ধরেছিলেন অমিতাভ: একই সাক্ষাৎকারে অমিতাভ বচ্চন নিজের স্বভাবের বিষয়েও খোলামেলা ভাবে কথা বলেছিলেন। তিনি স্বীকার করে নিয়েছিলেন যে, কম বয়সে রাগী স্বভাব ছিল তাঁর। তাঁর কথায়, “আমি নিজেকে হিংসাত্মক বলে মনে করি না। কিংবা আমি হামেশাই মেজাজ হারিয়ে ফেলি, এমনটা নয়।” তিনি আরও বলেন, “কলেজের দিনগুলিতে কিছু ঝামেলায় আমি জড়িয়ে পড়েছি। ব্যস সেটুকুই! আর পর্দার মারপিট তো খুবই অবাস্তব। এটা দেখানোর জন্য, আর এভাবেই তা গ্রহণ করতে হবে দর্শকদের।” (Photo: Instagram)
advertisement
7/7
প্রসঙ্গত, কাজের কথা বলতে গেলে অমিতাভ বচ্চনকে শেষ দেখা গিয়েছিল ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে। এরপরে তিনি রজনীকান্তের দক্ষিণী ছবি ‘ভেত্তাইয়া’-তে দেখা গিয়েছিল। ১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাম’ ছবির এত বছর পর এই ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা গেল রুপোলি পর্দার দুই সুপারস্টারকে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
যথেচ্ছ ভাবে মদ্যপান তো ছিলই, দিনে খেতেন ২০০টা করে সিগারেটও! নিজের বদভ্যাসগুলি নিজেই খোলাখুলি ভাবে তুলে ধরেছিলেন বলিউডের এই সুপারস্টার
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল