TRENDING:

Amitabh Bachchan KBC: মন খারাপের খবর, KBC-র সঞ্চালনা করবেন না অমিতাভ বচ্চন! এবার নতুন হোস্ট কে জানেন?

Last Updated:
Amitabh Bachchan KBC: কৌন বনেগা ক্রোড়পতি অমিতাভ ছাড়া যেন ভাবাই যায় না। তবে দর্শকের জন্য খুবই দুঃখের খবর, কৌন বনেগা ক্রোড়পতির সঞ্চালক হিসেবে আর দেখা যাবে না বিগ বি-কে। কেন?
advertisement
1/9
মন খারাপের খবর, KBC-র সঞ্চালনা করবেন না অমিতাভ বচ্চন! এবার নতুন হোস্ট কে জানেন?
প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো-এর সঞ্চালনা করছেন অমিতাভ বচ্চন। কৌন বনেগা ক্রোড়পতি অমিতাভ ছাড়া যেন ভাবাই যায় না।
advertisement
2/9
তবে দর্শকের জন্য খুবই দুঃখের খবর, কৌন বনেগা ক্রোড়পতির সঞ্চালক হিসেবে আর দেখা যাবে না বিগ বি-কে। কেন?
advertisement
3/9
২০০০ সালে শুরু হয়েছিল 'কৌন বনেগা ক্রোড়পতি'। প্রথম সিজ়ন থেকেই সঞ্চালকের আসনে অমিতাভ। যদিও চতুর্থ সিজনে সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান। কিন্তু সেই সিজন ভাল না চলায় ফের ফিরিয়ে আনা হয় বিগবিকে।
advertisement
4/9
মোট ১৫টি সিজন সঞ্চালনা করেছিলেন বর্ষীয়ান অভিনেতা। এ বার শোনা যাচ্ছে, অমিতাভ আর নয়। তাঁর জায়গায় এক 'খান' নাকি এই অনুষ্ঠান সঞ্চালনা করবেন।
advertisement
5/9
সত্যিই বিগ বি আর এই দায়িত্ব সামলাবেন না। তবে কাকে দেখা যাবে কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৭ এর সঞ্চালক হিসেবে? কার নাম জানা গিয়েছে?
advertisement
6/9
বলিউডের একটি জনপ্রিয় সংবাদসংস্থার রিপোর্টে সম্প্রতি জানানো হয়েছে কৌন বনেগা ক্রোড়পতির নির্মাতাদের তরফে বলিউডের ৩ খানের অন্যতম অর্থাৎ সলমান খানের সঙ্গে কথাবার্তা চলছে।
advertisement
7/9
যদি সব ঠিক থাকে তাহলে সিজন ১৭ থেকেই অমিতাভের জায়গায় কৌন বনেগা ক্রোড়পতির সঞ্চালনার দায়িত্ব সামলাবেন ভাইজান।
advertisement
8/9
সূত্রের তরফে জানানো হয়েছে, 'কেবল বড় পর্দা নয়, ছোট পর্দারও ভাইজান তিনি। অমিতাভ বচ্চনকে রিপ্লেস করার মতো যোগ্য ব্যক্তিও বটে। ছোট ছোট শহরের দর্শকদের সঙ্গে তাঁর নিবিড় যোগ আছে, তাঁর ফ্যানবেস অনেক বড়। এর আগে শাহরুখ খান কৌন বনেগা ক্রোড়পতির সঞ্চালনা করেছেন। এবার সব যদি ঠিক থাকে তাহলে সলমান এই দায়িত্ব নেবেন এবং ঝড় তুলবেন।'
advertisement
9/9
এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আলোড়ন পড়েছে। অনুরাগীদের একাংশ চান, বিগ বস ছেড়ে এ বার সলমান যেন 'কৌন বনেগা ক্রোড়পতি'র সঞ্চালনা শুরু করেন। এক জন লিখেছেন, 'চুলোয় যাক বিগ বস‌। অবিলম্বে বিগ বস‌ ছেড়ে ওঁর কেবিসি-তে আসা উচিত।'
বাংলা খবর/ছবি/বিনোদন/
Amitabh Bachchan KBC: মন খারাপের খবর, KBC-র সঞ্চালনা করবেন না অমিতাভ বচ্চন! এবার নতুন হোস্ট কে জানেন?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল