Bollywood Gossip: শেষবারের মতো শ্বশুরবাড়িতে? মাথা নিচু করে জলসা-য় ঢুকলেন ঐশ্বর্য, বচ্চন বাড়ির গোপন ছবি সামনে আসতেই হইচই
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Bachchan Family News: শোনা যায় যে শাশুড়ি মা অর্থাৎ জয়া বচ্চন এবং ননদের সঙ্গে সমস্যায় নাকি শ্বশুরবাড়ি টিকতে পারেননি নায়িকা৷ তবে এবার সেই বাড়িতে ফের পা রাখলেন বচ্চন বহুরানি৷
advertisement
1/8

অভিষেক বচ্চন এবং বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বর্যের বিচ্ছেদের জল্পনা চলছে। গুঞ্জন অনেকদিন ধরেই রয়েছে। কিছুদিন আগে রটে যায় যে দু’জনের মধ্যে বিচ্ছেদের বিষয়টি চরমে পৌঁছেছে। তবে এসব নিয়ে দু’পক্ষই চুপ। অভিষেকের আঙুলে বিয়ের আংটি না থাকা নিয়ে শুরু হয় জল্পনা এবং বেশ কয়েকটি জায়গায় ঐশ্বর্য একা মেয়েকে নিয়ে পৌঁছে যাওয়ায় এই গুঞ্জন চরমে ওঠে৷
advertisement
2/8
শোনা যায় যে শাশুড়ি মা অর্থাৎ জয়া বচ্চন এবং ননদের সঙ্গে সমস্যায় নাকি শ্বশুরবাড়ি টিকতে পারেননি নায়িকা৷ তবে এবার সেই বাড়িতে ফের পা রাখলেন বচ্চন বহুরানি৷
advertisement
3/8
বচ্চন পরিবার ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় পরিবার। ফলে সিনেমা ছাড়াও, বচ্চনদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহের শেষ নেই আম জনতার৷ ঐশ্বর্য এবং অভিষেকের মধ্যে কোনও রকম সমস্যাও চোখ এড়ায়নি ভক্তদের৷ বহুদিন ধরেই ঐশ্বর্য ও অভিষেকের সম্পর্ক নিয়ে মানুষ তাদের নিজস্ব মতামত তৈরি করে আসছে। এখন অনেকদিন পর শ্বশুরবাড়ির জলসায় দেখা গেল অভিনেত্রী ও তাঁর মেয়েকে।
advertisement
4/8
বহুদিন ধরেই ঐশ্বর্য ও অভিষেকের সম্পর্ক নিয়ে মানুষ তাদের নিজস্ব মতামত তৈরি করে আসছে। এখন অনেকদিন পর শ্বশুরবাড়ির জলসায় দেখা গেল অভিনেত্রী ও তাঁর মেয়েকে।
advertisement
5/8
দু’টি ভিডিও ইতিমধ্যে ভাইরাল যেখানে দেখা গিয়েছে যে দুবাইয়ে এক বাসে একসঙ্গে উঠছেন অভিষেক, ঐশ্বর্য এবং মেয়ে আরাধ্যা৷
advertisement
6/8
অন্যদিকে আরও একটি ভিডিও যাতে দেখা গিয়েছে যে জলসাতে ঢুকছেন ঐশ্বর্য ও আরাধ্যা৷ ভক্তরা বিশ্বাস করেন যে যে গাড়িতে তাঁরা দুজনই নামছেন জলসায় সেটি সেই গাড়িটি যা অভিষেক জুলাইয়ের শেষে কিনেছিলেন। ভিডিওতে আরাধ্যাকে দেখে মনে হচ্ছে সে স্কুল থেকে ফিরেছে এবং তাঁর মা তাকে নিতে গেছে।
advertisement
7/8
একটি পুরনো সাক্ষাৎকারে ঐশ্বর্য বলেছিলেন যে তিনি নিজেই মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার কাজ করেন। তিনি বলেছিলেন যে তিনি তাঁর মেয়ের যত্ন নেওয়ার জন্য বাড়ির কারও সাহায্য নেননি, তিনি নিজেই এই সমস্ত কাজ পরিচালনা করেন।
advertisement
8/8
এই ভিডিও ভাইরাল হতেই সকলে উচ্ছ্বসিত৷ তাহলে মনে হচ্ছে এ যাত্রায় বেঁচে গেল বচ্চন পরিবারের সম্মান৷ বাড়ির ছেলের ডিভোর্স আর হচ্ছে না৷ কয়েকদিন আগে অভিষেকও জানান যে তাঁর বিয়ে ভাঙেনি, তাঁরা একসঙ্গে রয়েছেন৷ এখন সময় বলবে কী হবে আগামীতে৷