TRENDING:

Abhishek Bachchan and Aishwarya Rai: এবার সামনে এল তোলপাড় করা খবর...! ডিভোর্সের গুঞ্জনের মাঝেই এক ছবিতে ঐশ্বর্য-অভিষেক? বলিউডে শোরগোল

Last Updated:
advertisement
1/8
ডিভোর্সের গুঞ্জনের মাঝেই এক ছবিতে ঐশ্বর্য-অভিষেক? বলিউডে শোরগোল
বলিউডের অলিগলিতে কান পাতলে শোনা যাচ্ছে সেই খবর। ভাঙতে চলেছে ঐশ্বর্য রাই ও অভিষেক বচ্চনের সাধের সংসার।
advertisement
2/8
যদিও অভিষেক বা ঐশ্বর্যা, প্রকাশ্যে এখনও এই নিয়ে কেউই মুখ খোলেননি। ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যা রাই বচ্চন।
advertisement
3/8
২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে হয় অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাইয়ের। দম্পতির মেয়ে আরাধ্যার বয়স ১৪ বছর।
advertisement
4/8
ডিভোর্সের গুঞ্জনের মধ্যেই এসেছে একটি বড় আপডেট। খবর, আবার একসঙ্গে দেখা যাচ্ছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইকে। খবরটা পড়ে অবাক হচ্ছেন?
advertisement
5/8
সূত্রের খবর, জুটিকে আবারও একসঙ্গে দেখা যাবে পর্দায়। ঐশ্বর্য রাই এবং অভিষেক বচ্চন শীঘ্রই একটি ছবিতে হাত মেলাতে চলেছেন। মণি রত্নম তাঁর 'গুরু' জুটি অভিষেক এবং ঐশ্বরিয়াকে নিয়ে আরেকটি হিন্দি ছবির পরিকল্পনা করছেন।
advertisement
6/8
খবর যদি সঠিক হয়, তবে এটি হবে মণি রত্নমের সঙ্গে অভিষেকের চতুর্থ ছবি। রত্নমের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ ভাল। অভিষেক এক ইন্টারভিউতে বলেছিলেন, 'যখন তিনি প্রথম 'যুবা'-এর জন্য সাইন করাতে আমাদের বাড়িতে এসেছিলেন, তখন আমার মনে হয়েছিল তিনি হয়তো বাবাকে সাইন করাতে এসেছেন। যখন আমি জানতে পারলাম যে তিনি আমাকেই চেয়েছিলেন, আমি যারপরনাই খুশি হয়েছিলাম। যে কোনও অভিনেতা মণির সঙ্গে কাজ করতে প্রস্তুত হবেন। আমি খুবই গর্বিত যে তিনি আমাকে এ পর্যন্ত তিনবার তাঁর ছবির যোগ্য বলে মনে করেছেন।'
advertisement
7/8
১৯৯৭ সালে 'অউর পেয়ার হো গয়া' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন।
advertisement
8/8
প্রাক্তন বিশ্বসুন্দরীর মোট সম্পত্তির পরিমাণ ৭৭৬ কোটি। তিনি ৫০-টির-ও বেশি ছবিতে অভিনয় করেছেন। সূত্রের খবর, এক-একটা ছবির জন্য তিনি নিতেন ১০-১২ কোটি পারিশ্রমিক।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Abhishek Bachchan and Aishwarya Rai: এবার সামনে এল তোলপাড় করা খবর...! ডিভোর্সের গুঞ্জনের মাঝেই এক ছবিতে ঐশ্বর্য-অভিষেক? বলিউডে শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল