Ameesha Patel: 'OTT'এখন অশ্লীলতা-সমকামিতায় পরিপূর্ণ, বাচ্চাদের নিয়ে দেখা যায় না, বিস্ফোরক আমিশা
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Ameesha Patel: আমিশা দাবি করেন, আগে এমন সিনেমা তৈরি হতো যে পরিবারের সকলের সঙ্গে বসে দেখা যেত৷ কিন্তু এখন ওটিটি-তে যা দেখানো হয় তাতে শুধুই সমকামিতা৷ ameesha patel makes shocking claim on ott content audience looking for clean cinema.
advertisement
1/5

শীঘ্রই মুক্তি পেতে চলেছে আমিশার ছবি 'গদর ২'৷ ছবি নিয়ে দর্শকদের সঙ্গে উত্তেজনা টগবগিয়ে ফুটছে৷ ছবি মুক্তির আগে ওটিটি নিয়ে বিস্ফোরক অভিযোগ আনলেন আমিশা৷ যা নিয়ে তোলপাড় নেটদুনিয়া৷
advertisement
2/5
ছবি মুক্তির আগে একাধিক সাক্ষাৎকারে বিভিন্ন মন্তব্য করে শিরোনামে উঠে এসেছেন আমিশা৷ অভিনেত্রী দাবি করেন, ওটিটি প্ল্যাটফর্মে যা কিছু দেখানো হয়, তা ভারতীয় সংবেদনশীলতার জন্য মোটেই উপযুক্ত নয়৷
advertisement
3/5
আমিশা দাবি করেন, আগে এমন সিনেমা তৈরি হতো যে পরিবারের সকলের সঙ্গে বসে দেখা যেত৷ কিন্তু এখন ওটিটি-তে যা দেখানো হয় তাতে শুধুই সমকামিতা৷
advertisement
4/5
আমিশা অভিযোগে আরও বলেন, ওটিটি-তে এমন দৃশ্য দেখানো হয়, যা এখন আর বাচ্চাদের সঙ্গে দেখা যায় না। এমনকী দেখতে হলে চোখ ঢেকে রাখতে হয়।
advertisement
5/5
বলিউডের অন্যতম চর্চিত নায়িকা হলেন আমিশা প্যাটেল৷ বলিউডে খুব একটা বেশি ছবি না করলেও কন্ট্রোভার্সিতে হামেশাই থাকে আমিশার নাম৷