TRENDING:

Alia Bhat: আলিয়াকে 'নকল' করছেন দীপিকা? প্রাক্তনের স্ত্রীকে দেখে কী এমন করলেন মস্তানি

Last Updated:
আলিয়া ভাট এখন বলিউডে একটি বড় নাম। অভিনয় হোক বা ব্যক্তিগত জীবন সব সময়ই তিনি থাকেন চর্চায়। তাঁর সাজ-পোশাকও নজরকাড়ে প্রায়শই। কিছুদিন আগেই তাঁর একটি মেকআপ ভিডিও ভাইরাল হয়েছিল। তা নিয়ে বিতর্কও কম হয়নি। শুধু তাই না তাঁর সাজ বর্তমানে ট্রেন্ড। তা অনেকেই ফলো করেন। তবে শুধু তাঁর অনুরাগীরা নন, বহু বলিতারকাও তাঁর ট্রেন্ড ফলো করেছেন, তাঁদের মধ্যে একজন হলে বলিউডের আর এক উজ্জ্বল নক্ষত্র দীপিকা পাড়ুকোন।
advertisement
1/7
আলিয়াকে 'নকল' করছেন দীপিকা? প্রাক্তনের স্ত্রীকে দেখে কী এমন করলেন মস্তানি
আলিয়া ভাট এখন বলিউডে একটি বড় নাম। অভিনয় হোক বা ব্যক্তিগত জীবন সব সময়ই তিনি থাকেন চর্চায়। তাঁর সাজ-পোশাকও নজরকাড়ে প্রায়শই। কিছুদিন আগেই তাঁর একটি মেকআপ ভিডিও ভাইরাল হয়েছিল। তা নিয়ে বিতর্কও কম হয়নি। শুধু তাই না তাঁর সাজ বর্তমানে ট্রেন্ড। তা অনেকেই ফলো করেন। তবে শুধু তাঁর অনুরাগীরা নন, বহু বলিতারকাও তাঁর ট্রেন্ড ফলো করেছেন, তাঁদের মধ্যে একজন হলে বলিউডের আর এক উজ্জ্বল নক্ষত্র দীপিকা পাড়ুকোন।
advertisement
2/7
ছবি নির্বাচন বা বিয়ে কিংবা সন্তানের জন্ম বা আন্তর্জাতিক স্তরে উপস্থিতি সব ক্ষেত্রেই অভিনেত্রী স্বতন্ত্র ভাবে সিদ্ধান্ত নিয়েছেন। তিনি তাঁর সিদ্ধান্ত সম্পর্কে সবসময়ই আত্মবিশ্বাসী, এবং তার জন্যই তিনি সবার কাছে এত জনপ্রিয় হয়ে উঠেছেন। ইতিমধ্যেই আলিয়া সঞ্জয় লিসা বনসালির 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' ছবিতে নজর কেড়েছেন, এর জন্য তিনি ১৭ অক্টোবর দিল্লিতে সেরা অভিনেত্রীর হিসেবে জাতীয় পুরস্কারও পান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলিয়া ভাটের লুক হয়ে উঠেছিল আলোচনার বিষয়।
advertisement
3/7
১৪ এপ্রিল ২০২২-এ রণবীর কাপুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি তাঁর বিয়েতে যে শাড়ি পরেছিলেন সেই শাড়িটি তিনি জাতীয় পুরস্কার নেওয়ার সময়ও পরেছিলেন। এমন অনেকে আছেন যারা এক পোশাক একবারের বেশি পড়েন না। আর সেখানেই আলিয়া বাকিদের থেকে আলাদা, পোশাকের পুনরাবৃত্তি করেন তিনি। আর তাই তিনি সকলেই মনে আলাদা জায়গা করে নিয়েছেন।
advertisement
4/7
আর আলিয়া পর এবার দীপিকা পাড়ুকোনও তাঁর পদাঙ্ক অনুসরণ করলেন। ১০১৮ সালের ১৪ নভেম্বর রণবীর সিংকে বিয়ে করেন দীপিকা। ইতালিতে বিয়ে সেরে মুম্বইয়ে যখন ফেরেন দম্পতি, তখন সবার চোখ ছিল বিয়ের পর দীপিকার প্রথম লুকের জন্য। এ সময় ক্রিম স্যুটের সঙ্গে লাল ওড়না হয়ে ওঠে ছিল চর্চার বিষয়।
advertisement
5/7
দীপিকা পাড়ুকোন সম্প্রতি দিওয়ালি উপলক্ষে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। এই ছবিতে, দীপিকাকে সেই লাল রঙের ওড়না নিতে দেখা গিয়েছিল। দিওয়ালি পূজার সময় দীপিকা তার পোশাকের পুনরাবৃত্তি করেছিলেন।
advertisement
6/7
এই তালিকায় তৃতীয় বড় নাম প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেনের। সম্প্রতি একটি দিওয়ালি পার্টিতে তাঁকে হালকা বাদামী রঙের শাড়িতে দেখা গিয়েছে। তিনি ১৮ বছর পর আবার সেই শাড়ির পুনরাবৃত্তি করেন।
advertisement
7/7
এর আগে 'কফি উইথ করণ'-এ তিনি এই একই শাড়ি পরেছিলেন। সুস্মিতার স্টাইল এখনও আগের মতোই রয়েছে, যা দেখে তাঁর ভক্তরা এখনও সমান ভাবে মুগ্ধ হয়েছেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Alia Bhat: আলিয়াকে 'নকল' করছেন দীপিকা? প্রাক্তনের স্ত্রীকে দেখে কী এমন করলেন মস্তানি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল