TRENDING:

Aishwarya Rai 1992 Modelling Contract: ভাইরাল ঐশ্বর্য রাইয়ের ১৯৯২ সালের মডেলিং চুক্তি! কত আয় ছিল জানেন?

Last Updated:
Viral Aishwarya Rai Modelling Contract: ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জয়ের ঠিক দুই বছর আগে মডেলিং বাবদ কত টাকা পেতেন তিনি তাও স্পষ্ট লেখা রয়েছে।
advertisement
1/7
ভাইরাল ঐশ্বর্য রাইয়ের ১৯৯২ সালের মডেলিং চুক্তি! কত আয় ছিল এই তারকার জানেন?
সম্প্রতি ভাইরাল হয়েছে ১৯৯২ সালের একটি মডেলিং চুক্তি! কতকাল থেকে কতজনই তো মডেলিং পেশায় কাজ করছেন, হঠাৎ এই চুক্তির এমন কী কারণ ঘটল ভাইরাল হওয়ার? আসলে এটি কোনও সাধারণ চুক্তি নয়৷ কয়েক দশকের পুরনো এই মডেলিং চুক্তি ঐশ্বর্য রাই বচ্চনের!
advertisement
2/7
বলিউডের অন্যতম বড় তারকা এবং বিশ্বের সবচেয়ে সুন্দরী নারীদের অন্যতমা ঐশ্বর্য রাইয়ের মডেলিং চুক্তিটি রেডডিট পেজ ‘বলি ব্লাইন্ডস এন গসিপ’-এ প্রকাশিত হয়েছে। ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জয়ের ঠিক দুই বছর আগে মডেলিং বাবদ কত টাকা পেতেন তিনি তাও স্পষ্ট লেখা রয়েছে।
advertisement
3/7
চুক্তিটি ২৩ মে, ১৯৯২-এর। তাতে লেখা রয়েছে একটি ম্যাগাজিনের শ্যুটিংয়ের জন্য ১,৫০০ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন ঐশ্বর্য। চুক্তি অনুযায়ী, ঐশ্বর্য রাই বচ্চনের বয়স তখন “প্রায় ১৮” বছর। কৃপা ক্রিয়েশনস নামে একটি কোম্পানির জন্য একটি ম্যাগাজিনের ক্যাটালগ শ্যুটিংয়ের মডেল হিসাবে কাজ করতে রাজি হন ঐশ্বর্য। এক পৃষ্ঠার ওই চুক্তিতে ঐশ্বর্য রাইয়ের স্বাক্ষরও রয়েছে এবং মুম্বইতে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
advertisement
4/7
চুক্তিটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, “ঐশ্বর্য রাই ১৯৯২ সালে একদিনের কাজের জন্য ১,৫০০ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। তখন আমার জন্মও হয়নি!”
advertisement
5/7
ঐশ্বর্যের চুক্তির বিষয় উল্লেখ করে একজন মন্তব্য করেছেন, “১৯৯২ সালে আমার বাবার আয় ছিল প্রতি মাসে ৮,০০০ টাকা যা আমাদের ৫ জনের ঘর চালানোর জন্য যথেষ্ট ছিল। ১৮ বছর বয়সী একজনের একদিনের কাজের জন্য এই টাকাটা বিশাল অর্থ।” আরেকজন লেখেন, বলেছেন, “একদিনে এত? আমার বাবা এই টাকার জন্য এক মাস কাজ করেছিলেন।”
advertisement
6/7
চুক্তিটি ভাইরাল হওয়ার পরপরই, ঐশ্বর্য রাই বচ্চনের একটি ভিনটেজ ফটোশ্যুটের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ফটোগ্রাফার বিমল উপাধ্যায়।
advertisement
7/7
তিন দশক আগের এই ছবিগুলিতে ঐশ্বর্যের সঙ্গে অন্যান্য অভিনেত্রী এবং মডেল যেমন সোনালি বেন্দ্রে, নিকি এনেজা এবং তেজস্বিনী কোলহাপুরেকেও দেখা গিয়েছে৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Aishwarya Rai 1992 Modelling Contract: ভাইরাল ঐশ্বর্য রাইয়ের ১৯৯২ সালের মডেলিং চুক্তি! কত আয় ছিল জানেন?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল