TRENDING:

Aishwarya Rai Bachchan: না বচ্চন, না খান! 'এই' পরিবারেরই পুত্রবধূ হতেন ঐশ্বর্য, কিন্তু...! ডিভোর্সের মাঝেই ফাঁস হল রাই সুন্দরীর হাড়হিম গোপন তথ্য!

Last Updated:
Aishwarya Rai Bachchan: এই মুহূর্তে ঠিক কী চলছে ঐশ্বর্য ও বচ্চন পরিবারের মধ্যে? অভিষেক ও ঐশ্বর্য কি সত্যিই ডিভোর্স হতে চলেছে? আগামী দিনে কী হতে চলেছে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
advertisement
1/9
না বচ্চন, না খান! 'এই' পরিবারেরই পুত্রবধূ হতেন ঐশ্বর্য, কিন্তু..! ফাঁস গোপন তথ্য
ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছে দীর্ঘদিন ধরে। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে যে ঐশ্বর্য, অভিষেক এবং বচ্চন পরিবারের মধ্যে কিছুই ভাল যাচ্ছে না।
advertisement
2/9
ঐশ্বর্যকে প্রায়ই মেয়ে আরাধ্যা বচ্চনের সঙ্গে নানা ইভেন্টে একা দেখা যাচ্ছে। অভিষেক বচ্চন বা বচ্চন পরিবারের অন্য কোনও সদস্যকে তার সঙ্গে দেখা যাচ্ছে না। এমনকি আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত-রাধিকার বিয়েতেও তাঁদের একসঙ্গে দেখা যায়নি৷ তা থেকে জল্পনা আরও তুঙ্গে৷
advertisement
3/9
এই মুহূর্তে ঠিক কী চলছে ঐশ্বর্য ও বচ্চন পরিবারের মধ্যে? অভিষেক ও ঐশ্বর্য কি সত্যিই ডিভোর্স হতে চলেছে? আগামী দিনে কী হতে চলেছে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। এখন দুজনের সম্পর্ক যাই হোক না কেন, এক সময় অভিষেক ও ঐশ্বর্যকে ফিল্ম ইন্ডাস্ট্রির সেরা দম্পতি হিসেবে বিবেচনা করা হতো। ভক্তরাও এদেরকেই আইডল দম্পতি মনে করেন। দীর্ঘদিন রিলেশনের পর ২০০৭ সালের এপ্রিল মাসে বিয়ে করেন তারা।
advertisement
4/9
অভিষেকের বিয়ের প্রস্তাব মেনে নেওয়ার আগে বলিউডের দুই বড় অভিনেতাকে ডেট করেছিলেন ঐশ্বরিয়া রাই। সবকিছু ঠিকঠাক থাকলে ঐশ্বরিয়া বচ্চন পরিবারের পুত্রবধূ হতেন। অভিষেক বচ্চন-ঐশ্বরিয়া রাই ২০০০ সালে 'ধাই অক্ষর প্রেম কে' ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন। এরপর সলমনের সঙ্গে সম্পর্কে জড়ান ঐশ্বর্য।
advertisement
5/9
অভিষেক বচ্চনের আগে ঐশ্বর্য রাই বচ্চন বিবেক ওবেরয়কেও ডেট করেছিলেন। ছবির শ্যুটিংয়ে দু'জনের ঘনিষ্ঠতা অনেকটাই বেড়ে গিয়েছিল। কিন্তু ঐশ্বর্য রাই বচ্চনের প্রাক্তন প্রেমিক সলমনের এটা পছন্দ হয়নি।
advertisement
6/9
বিবেক ওবেরয় সম্প্রতি একটি সাক্ষাৎকা রে প্রকাশ করেছিলেন যে সলমন খানের সঙ্গে তার বিরোধের কারণে তিনি চলচ্চিত্র কাজ করতে পারেননি। যদি সলমন ঐশ্বর্য এবং বিবেকের মধ্যে না আসতেন এবং তাদের মধ্যে সবকিছু ঠিকঠাক থাকত, তাহলে ঐশ্বর্য-ওবেরয় পরিবারেরই পুত্রবধূ হতেন।
advertisement
7/9
নব্বইয়ের দশকে ঐশ্বর্য রাই বচ্চন ও সলমন খানের প্রেম নিয়ে সর্বদাই চর্চা লেগেই থাকত৷ ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত 'হাম দিল দে চুকে সনম'-এর মাধ্যমে দু'জনের ঘনিষ্ঠতা বেড়ে যায়। তবে তাদের বিচ্ছেদও ছিল শিরোনামে৷
advertisement
8/9
বলিউডের বচ্চন পরিবার কোনও না কোনও কারণে সর্বদাই শিরোনামে থাকে৷ বেশ কিছুদিন ধরে তাঁদের নিয়ে সমালোচনা শুরু হয়েছে৷ শোনা যাচ্ছে, ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে নাকি দূরত্ব তৈরি হয়েছে বচ্চন পরিবারের৷ তা নিয়ে জলঘোলা ক্রমশ বাড়ছে৷
advertisement
9/9
বেশ কয়েকমাস ধরেই বচ্চন পরিবারের ভাঙনের খবর নিয়ে জল্পনা বাড়ছে৷ শাশুড়ি ও ননদের সঙ্গে সম্পর্ক যে মোটেই ভাল নয় ঐশ্বর্যর, তা নিয়েও চর্চার শেষ নেই৷ সেই কারণেই নাকি দূরত্ব বেড়েছে অভিষেকের সঙ্গে৷ তবে এর আগেও ঐশ্বর্যর সঙ্গে অমিতাভের পরিবারের অশান্তির কথা প্রকাশ্যে এসেছে৷ তবে নিজে কখনও ব্যক্তিগত বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ বলি নায়িকা৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Aishwarya Rai Bachchan: না বচ্চন, না খান! 'এই' পরিবারেরই পুত্রবধূ হতেন ঐশ্বর্য, কিন্তু...! ডিভোর্সের মাঝেই ফাঁস হল রাই সুন্দরীর হাড়হিম গোপন তথ্য!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল