Aishwarya Rai Bachchan: একাই এলেন ঐশ্বর্য, জন্মদিনের পর দীপাবলিতে উধাও অভিষেক, পাশে পেলেন প্রাক্তন প্রেমিককে, তবে কি...
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Aishwarya Rai Bachchan: দীপাবলি উপলক্ষ্যে বিরাট পার্টির আয়োজন করেছিলেন মণীশ মলহোত্রা৷ চাঁদের হাট বসেছিল মণীশের পার্টিতে৷ তবে এদিনও একাই এলেন ঐশ্বর্য৷ দীপাবলি পার্টিতেও দেখা গেল না অভিষেক বচ্চনকে৷
advertisement
1/5

দিনকয়েক আগেই ৫০-এ পা দিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন৷ অভিনেত্রীকে নিয়ে সর্বদাই তোলপাড় বি-টাউন৷ অনবদ্য অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মাতিয়ে রেখেছেন রাই সুন্দরী৷ তাঁর ফ্যান ফলোয়ারের সংখ্যাও দিন দিন আকাশছোঁয়া৷
advertisement
2/5
ঐশ্বর্য রাই বচ্চনের জন্মদিন থেকেই চরম সমালোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়৷ কারণ ওই বিশেষ দিনেই মা ও মেয়েকে নিয়ে সেলিব্রেট করেছেন নায়িকা৷ স্বামী অভিষেককে পাশে দেখা যায়নি৷ এমনকী সোশ্যাল মিডিয়াতেও দুজনের একটি সাদা-কালো ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন জুনিয়প বচ্চন৷
advertisement
3/5
অভিষেকের পোস্ট দেখার পর থেকে শুরু হয় জল্পনা৷ নেটিজেনদের অনেকেই মনে করেছিল তারকা দম্পতির মধ্যে মনোমালিন্য হয়েছে৷ এবার সেই জল্পনায় আরও ঘি ঢাললেন সেলিব্রিটি ডিজাইনার মণীশ মলহোত্রা৷
advertisement
4/5
দীপাবলি উপলক্ষ্যে বিরাট পার্টির আয়োজন করেছিলেন মণীশ মলহোত্রা৷ চাঁদের হাট বসেছিল মণীশের পার্টিতে৷ তবে এদিনও একাই এলেন ঐশ্বর্য৷ দীপাবলি পার্টিতেও দেখা গেল না অভিষেক বচ্চনকে৷
advertisement
5/5
দীপাবলি পার্টিতে অভিষেককে দেখা না গেল পাশে পেলেন প্রাক্তন প্রেমিককে সলমন খানকে৷ কারণ মণীশের ওই চাঁদের হাটে উপস্থিত ছিলেন স্বয়ং সলমন খান৷ তবে এক জায়গায় থাকলেও ঐশ্বর্য ও সলমন একে অপরের মুখোমুখি হয়েছেন কিনা, তা জানা যায়নি৷