TRENDING:

Aishwarya Rai Abhishek Bachchan: 'আমার ছেলে গাছ নয়', ঐশ্বর্য-অভিষেকের বিয়ের পর অমিতাভকে কেন বলতে হয়েছিল এমন? জানলে শিউরে উঠবেন

Last Updated:
Aishwarya Rai Abhishek Bachchan: এই মুহূর্তে বলিউডে জোরালো গুঞ্জন ঐশ্বর্য রাই ও অভিষেক বচ্চনের বিয়ে ভাঙার।
advertisement
1/8
'আমার ছেলে গাছ নয়', ঐশ্বর্য-অভিষেকের বিয়ের পর অমিতাভ কেন বলেন এমন? জানলে চমকাবেন
এই মুহূর্তে বলিউডে জোরালো গুঞ্জন ঐশ্বর্য রাই ও অভিষেক বচ্চনের বিয়ে ভাঙার। একদিকে ডিভোর্সের পোস্ট লাইক করে খবরের শিরোনামে জুনিয়র বচ্চন। অন্যদিকে, ঐশ্বর্যর অভিষেকের আগে গাছের সঙ্গে বিয়ে নিয়ে পুরনো সাক্ষাৎকার ফের একবার আলোচনায়। ব্যাপারটা ঠিক কী?
advertisement
2/8
২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন ঐশ্বর্য। সেই হাইপ্রোফাইল বিয়েতে সংবাদমাধ্যম উঁকি পর্যন্ত দিতে পারেনি। তাই আগ্রহ ছিল তুঙ্গে। বিয়ের আগে কয়েক মাস থেকে পরের কয়েক মাস। বিয়ে ঘিরে জল্পনাও ছিল অনেক বেশি। রটনাও। শোনা গিয়েছিল, অভিষেকের সঙ্গে বিয়ের আগে বারাণসীতে গাছের সঙ্গে বিয়ে হয়েছিল ঐশ্বর্যর। সত্যি কি তাই হয়েছিল? বিয়ের এক বছরের মাথায় নিজেই জবাব দিয়েছিলেন অভিনেত্রী।
advertisement
3/8
বিয়ের এক বছর পর ২০০৮ সালে একটি সাক্ষাৎকারে এই গুজব নিয়ে রীতিমতো বিরক্তি প্রকাশ করেছিলেন ঐশ্বর্য। জানিয়েছিলেন, বিদেশে গিয়েও এই নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাঁকে।
advertisement
4/8
ঐশ্বর্য বলেছিলেন, 'লোকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি অভিশপ্ত?' সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল, এ রকম গুজব যে রটতে পারে, তাঁর কি কোনও ধারণাই ছিল না? জবাবে ঐশ্বর্যা বলেছিলেন, 'কিছুটা প্রত্যাশিত ছিল। কিন্তু তা বলে এতটা নয়।'
advertisement
5/8
এর পরেই গাছের সঙ্গে বিয়ের প্রসঙ্গে ঐশ্বর্য বলেছিলেন, 'ওই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি হয়েছিল। আমার মনে হয়, এতটা করার কোনও প্রয়োজন ছিল না। ওই একটা গুজবের জন্য যত কাগজের কালি খরচ হয়েছে, টিভি শোয়ে যত বিতর্ক হয়েছিল, তার কোনও প্রয়োজন ছিল না। পরিবার হিসাবে আমরা খুব নিবিড়। আমাদের পরিবারের প্রত্যেক সদস্যই দিন রাত লোকসমক্ষে থাকি। তার পরেও এই ঘটনা নিয়ে আমরা ব্যক্তিগত ভাবে মুখ খুলিনি। বরং সেই দায়িত্ব দিয়েছিলাম পরিবারের প্রধান, বাবাকে (পড়ুন অমিতাভ বচ্চন)। বাবাই সংবাদমাধ্যমকে জবাবটি দিয়েছিলেন।'
advertisement
6/8
কী বলেছিলেন অমিতাভ? গাছের সঙ্গে ঐশ্বর্যর বিয়ের অভিযোগ উড়িয়ে তিনি জানিয়েছিলেন, এ সব কুসংস্কারে তাঁর পরিবার বিশ্বার করে না।
advertisement
7/8
এমনকি, ঐশ্বর্যর জন্মকুণ্ডলীও তাঁদের তরফে চাওয়া হয়নি।
advertisement
8/8
এর পরেই বিগ বি বলেছিলেন, 'যে গাছের সঙ্গে ঐশ্বর্যর বিয়ে হয়েছিল, সেটা কোথায়? দয়া করে আমাকে দেখাবেন। ঐশ্বর্যর সঙ্গে এক মাত্র আমার ছেলেরই বিয়ে হয়েছিল। আর অভিষেক নিশ্চয়ই গাছ নয়।'
বাংলা খবর/ছবি/বিনোদন/
Aishwarya Rai Abhishek Bachchan: 'আমার ছেলে গাছ নয়', ঐশ্বর্য-অভিষেকের বিয়ের পর অমিতাভকে কেন বলতে হয়েছিল এমন? জানলে শিউরে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল