TRENDING:

Adrit Roy Birthday|| কৌশাম্বীকে আদরে-সোহাগে ভরালেন আদৃত, জন্মদিনে জুটির চূড়ান্ত রোম্যান্টিক ছবি তুমুল ভাইরাল

Last Updated:
Adrit Roy Birthday: আজ আদৃতের জন্মদিন। প্রেমিকের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় রোম্যান্টিক একটি ছবি শেয়ার করেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী।
advertisement
1/9
কৌশাম্বীকে আদরে-সোহাগে ভরালেন আদৃত, জন্মদিনে জুটির রোম্যান্টিক ছবি তুমুল ভাইরাল
*কৌশাম্বীকে আদরে-সোহাগে ভরালেন মিঠাই অভিনেতা আদৃত রায়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায়। ছবিঃ সোশ্যাল মিডিয়া। 
advertisement
2/9
*আজ আদৃতের জন্মদিন। প্রেমিকের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় রোম্যান্টিক একটি ছবি শেয়ার করেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। ছবিঃ সোশ্যাল মিডিয়া। 
advertisement
3/9
*ছবি শেয়ার করে কৌশাম্বী ক্যাপশনে লেখেন, "যারা তোমায় চেনে না “ঠিক তাদেরও যেনো ভালো হয় 🤗 Happy birthday Adrit Roy🎂😇 Many many happy returns of the day! ‘Miles to go’ 😎" ছবিঃ সোশ্যাল মিডিয়া। 
advertisement
4/9
*ছবিতে আদৃতের পাশাপাশি রয়েছেন আরও একজন। তিনি সম্ভবত আদৃতের মা। তিনজনের এই ছবি মন ভাল করা। ছবিঃ সোশ্যাল মিডিয়া। 
advertisement
5/9
*প্রেমিকা কৌশাম্বী একা নন, 'সিডি বয়'-এর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অন্যান্য কলাকুশলীদের পাশাপাশি তাঁর অনুরাগীরা। ছবিঃ সোশ্যাল মিডিয়া। 
advertisement
6/9
*২০২১ সালের মাঝামাঝি সময়ে টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল বছরের শেষে বিয়ের পিঁড়িতে বসতে পারেন ‘মিঠাই’-এর নায়ক আদৃত রায়। কিন্তু মাসখানেক আগে সেই জল্পনার অবসান ঘটে। সংগৃহীত ছবি।
advertisement
7/9
*প্রায় ১০ বছরের প্রেম ভাঙে আদৃত রায়ের। ভেঙে যায় বিয়েও। আদৃত রায়ের বহু বছরের প্রেমিকা সুপ্রিয়া মণ্ডল অন্যত্র বিয়ে করে নেন। সংগৃহীত ছবি।
advertisement
8/9
*তারপর শোনা যায়, মিঠাই ধারাবাহিকে সিদ্ধার্থ মোদকের পিসতুতো দিদির ভূমিকায় অভিনয় করেন কৌশাম্বী চক্রবর্তী। উচ্ছেবাবু তাঁকে ‘দিদিয়া’ বলে ডাকেন। সেই দিদিয়ার প্রেমেই মজেন 'ভাইয়া'। সংগৃহীত ছবি।
advertisement
9/9
*প্রসঙ্গত, ‘মিঠাই’ ধারাবাহিকে অভিনয় করতে করতেই আলাপ আদৃত এবং কৌশাম্বীর। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Adrit Roy Birthday|| কৌশাম্বীকে আদরে-সোহাগে ভরালেন আদৃত, জন্মদিনে জুটির চূড়ান্ত রোম্যান্টিক ছবি তুমুল ভাইরাল
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল