TRENDING:

Aditya-Shraddha: গভীর রাতে শ্রদ্ধার বাড়ি থেকে বেরচ্ছেন আদিত্য... অনন্যা অতীত? তোলপাড় করা খবর বলিউডে

Last Updated:
গত মাস অবধি অভিনেত্রী অনন্যা পান্ডের সঙ্গে আদিত্য ডেট করছেন বলে শোনা গিয়েছিল। কিন্তু এই ছবি সামনে আসার পর অনেকেই মনে করছেন ‘ওকে জানু’-র সহ অভিনেত্রীর সঙ্গে আদিত্যর ফের প্যাচ আপ হল বোধহয়।
advertisement
1/7
গভীর রাতে শ্রদ্ধার বাড়ি থেকে বেরচ্ছেন আদিত্য... অনন্যা অতীত? তোলপাড় করা খবর
শুক্রবার গভীর রাত। হঠাতই ঝলসে উঠল ক্যামেরার ফ্ল্যাশ। অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের বাড়ি থেকে বেরচ্ছেন আদিত্য রায় কাপুর। সেই ছবিই এখন ইন্টারনেটে ভাইরাল।
advertisement
2/7
গত মাস অবধি অভিনেত্রী অনন্যা পান্ডের সঙ্গে আদিত্য ডেট করছেন বলে শোনা গিয়েছিল। কিন্তু এই ছবি সামনে আসার পর অনেকেই মনে করছেন ‘ওকে জানু’-র সহ অভিনেত্রীর সঙ্গে আদিত্যর ফের প্যাচ আপ হল বোধহয়।
advertisement
3/7
আদিত্য ও শ্রদ্ধা ভক্তদের হৃদয়ে যে এই ছবি ঝড় তুলেছে বলাইবাহুল্য। এক ইউজার ছবিতে কমেন্ট করেছেন, “এই দু’জন যদি বিয়ে করে ইন্টারনেট পাগল হয়ে যাবে”। আরেক ইউজার লিখেছেন, “রাহুল মোদি একটা সিনেমা করছেন। তাতে শ্রদ্ধা এবং আদিত্য রায় কাপুরের থাকার কথা”। বলে রাখা ভাল, শ্রদ্ধা ‘তু ঝুঠি ম্যায় মক্কার’-এর লেখক রাহুল মোদির সঙ্গে ডেটিং করছেন বলে গুজব রয়েছে।
advertisement
4/7
গত মাসে ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছিলেন অনন্যা। তারপর থেকেই আদিত্যর সঙ্গে তাঁর বিচ্ছেদ নিয়ে জল্পনা শুরু হয়। 
advertisement
5/7
প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে নিউজ 18 শোসা রিল অ্যা ওয়ার্ডস ২০২৪-এর মঞ্চে একসঙ্গে হাজির হয়েছিলেন শ্রদ্ধা কাপুর এবং আদিত্য রায় কাপুর। ‘দ্য নাইট ম্যানেজার’-এ দুর্দান্ত অভিনয়ের জন্য আদিত্য ওটিটি-র সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন। অন্য দিকে ‘তু ঝুঠি ম্যায় মক্কার’-এর জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছিলেন শ্রদ্ধা কাপুর।
advertisement
6/7
‘আশিকি ২’-এর পর থেকে শ্রদ্ধা এবং আদিত্যর প্রেমের গুঞ্জন ছড়ায় বলিউডে। আবার কিছু দিন পর শোনা যায় তাঁদের ব্রেক আপ হয়েছে। যদিও প্রকাশ্যে কেউই প্রেম বা ব্রেক আপের কথা স্বীকার করেননি কোনও দিন। শুধু বলেছেন, তাঁরা ভাল বন্ধু।
advertisement
7/7
কিন্তু এতে গুজব থামেনি। এবার এবার মাঝরাতে শ্রদ্ধার বাড়ি থেকে আদিত্যর বেরনোর ছবিতে জল্পনা নতুন করে ডালপালা মেলতে চলেছে বলেই মনে করছেন অনেকে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Aditya-Shraddha: গভীর রাতে শ্রদ্ধার বাড়ি থেকে বেরচ্ছেন আদিত্য... অনন্যা অতীত? তোলপাড় করা খবর বলিউডে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল