TRENDING:

Ex Chief Minister and Actress Love Story: পরিবারের অমতে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিয়ে অভিনেত্রীর, দ্বিতীয় স্ত্রী হিসেবে কোটি কোটি টাকার মালকিন তিনি

Last Updated:
Actress Married Ex Chief Minister: বাবা-মায়ের অমতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিয়ে করেন তিনি৷ বিয়ের খবর প্রথমে গোপনই ছিল৷ পরে খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়৷
advertisement
1/8
প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিয়ে নায়িকার, দ্বিতীয় স্ত্রী হিসেবে কোটি টাকার মালকিন
অভিনেত্রী হিসেবে কাজ শুরু৷ কিন্তু সেই কেরিয়ার বেশি দূর এগোয়নি৷ তারপর প্রযোজনা শুরু করেন তিনি৷ সেখানে তিনি সফল৷ এবং বিয়ের পর তাঁর জীবন পুরোই বদলে যায়৷ বাবা-মায়ের অমতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিয়ে করেন তিনি৷ বিয়ের খবর প্রথমে গোপনই ছিল৷ পরে খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়৷
advertisement
2/8
কন্নড় চলচ্চিত্রের বিখ্যাত অভিনেত্রী ও প্রযোজক রাধিকা কুমারস্বামী। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমরাস্বামীকে বিয়ে করেন রাধিকা৷ ২০০৬ সালেই তাঁদের বিয়ে হয় এবং ২০১০-এ সেই খবর ছড়িয়ে পড়ে৷ তাঁর এক কন্যা সন্তানও রয়েছে, নাম শামিকা৷
advertisement
3/8
এই খবর ছড়িয়ে পড়তেই দু’জনের ব্যক্তিগত জীবন নিয়ে জোর চর্চা শুরু হয়৷ কারণ দু’জনই নিজ নিজ কাজের জায়গায় সুপ্রতিষ্ঠিত৷ রাজনীতিবিদ হিসেবে এইচ ডি কুমারস্বামী অত্যন্ত জনপ্রিয় এবং সিনেমার তারকা হিসেবে রাধিকাও পরিচিত৷ ফলে তাঁদের বিয়ের খবরই সেই সময় ছিল শিরোনামে৷
advertisement
4/8
২০০২ সালে কন্নড় ছবি 'নীলা মেঘা শ্যামা' দিয়ে লাইমলাইটে আসেন রাধিকা। তাঁর প্রথম ছবি 'নীনাগাগি'। প্রথম ছবিতে অভিনয় করার সময় রাধিকা ৯বম শ্রেণীতে পড়তেন, তাঁর বয়স ছিল মাত্র ১৪!তবে তাঁর সিনেমার ক্যারিয়ার বেশিদিন স্থায়ী হয়নি।
advertisement
5/8
৩০টিরও বেশি ছবিতে কাজ করেন৷ অভিনেত্রী হিসেবে নয় প্রযোজক হিসেবে তিনি সুপ্রতিষ্ঠিত৷ ২০১২ সালে তিনি তাঁর প্রথম কন্নড় ছবি 'লাকি' প্রযোজনা করেন।
advertisement
6/8
বিয়ের সময় এইচডি কুমারস্বামীর বয়স ছিল ৪৭ এবং রাধিকা তাঁর থেকে ২৭ বছরের ছোট। দুপক্ষের দ্বিতীয় বিয়ে এটি৷ তাঁর প্রথম বিয়ে হয়েছিল ১৯৮৬ সালে। রাধিকারও এটা দ্বিতীয় বিয়ে। ২০০০ সালে রতন কুমার নামে একজনের সঙ্গে বিয়ে করেছিলেন রাধিকা, কিন্তু তাঁর সেই বিয়ে ভেঙে যায়৷
advertisement
7/8
প্রথমে রাধিকার বাবা চাননি তাঁর মেয়ে কুমারস্বামীকে বিয়ে করুন। কিন্তু রাধিকা পরিবারের বিরুদ্ধে গিয়ে রাজনীতিবিদকে বিয়ে করেন। দুজনেই প্রথমদিকে তাঁদের বিয়ের কথা গোপন রেখেছিলেন।
advertisement
8/8
রাধিকা কুমারস্বামী একজন অভিনেত্রী হিসাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সম্পূর্ণ ফ্লপ হলেও ব্যবসায়ী হিসেবে তিনি খুবই বিখ্যাত৷ কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে বিয়ে করে কোটি টাকার মালিক হয়েছিলেন তিনি। মিডিয়া রিপোর্ট যে রাধিকা ১২৪ কোটি টাকার মালিক এবং তাঁর স্বামী কুমারস্বামীর ৪৪ কোটি টাকার সম্পদ রয়েছে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Ex Chief Minister and Actress Love Story: পরিবারের অমতে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিয়ে অভিনেত্রীর, দ্বিতীয় স্ত্রী হিসেবে কোটি কোটি টাকার মালকিন তিনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল