Madhuri Dixit Sisters: হিরোইন মাধুরী দীক্ষিতের থেকে কোনও অংশে কম নন তাঁর বোনেরা, সুন্দরী তো বটেই তাঁদের প্রফেশন শুনলে চোখ কপালে উঠবে
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Bollywood Gossip: মাধুরী হয়তো রূপালী পর্দায় আধিপত্য বিস্তার করছেন কিন্তু পর্দার আড়ালে, মাধুরীর বোনেরা ছিলেন তার জীবনের সবকিছু। মাধুরীর বোনরাও প্রশিক্ষিত কত্থক নৃত্যশিল্পী, কিন্তু মাধুরী অভিনেত্রী হতে চেয়েছিলেন বলে, তারা কখনও বলিউডে আসার চেষ্টাই করেননি।
advertisement
1/6

এখন আর তেমনভাবে ছবিতে দেখা যায় না মাধুরী দীক্ষিতকে৷ তবে একটা সময় ছিল যখন তাঁকে বলিউডের রানি বলা হত । তার অভিনয় দক্ষতা এবং সৌন্দর্য নিয়ে সারা বিশ্বে আলোচনা হয়। শুধু মাধুরীর নামের জন্যই সিনেমা চলত। তাঁর এক ঝলক পেতে পাগল ছিলেন তাঁর ভক্তরা৷ মাধুরী যেমন হিট, তাঁর বোনেরাও তেমনই সুপ্রতিষ্ঠিত৷ হয়ত তাঁরা কেউ লাইমলাইটে নেই, তবে মাধুরীর বোনেরা কেউ মাধুরীর থেকে কোনও অংশে কম নন৷
advertisement
2/6
মাধুরী ৩ বছর বয়সে কত্থক শেখা শুরু করেন। এখন, একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি, তিনি একজন প্রশিক্ষিত কত্থক নৃত্যশিল্পীও। বর্তমানে, তিনি ডঃ শ্রীরাম নেনের সঙ্গে বিবাহিত এবং তাদের দুই পুত্র রয়েছে।
advertisement
3/6
মাধুরীর দুই বোন রূপা দীক্ষিত, ভারতী দীক্ষিত এবং এক ভাই অজিত দীক্ষিতও রয়েছে। হ্যাঁ, মাধুরীর স্টারডম এতটাই ছিল যে কেউ কখনও তার পরিবারের দিকে মনোযোগ দেননি। মাধুরীর বাবার নাম শঙ্কর দীক্ষিত এবং মা স্নেহলতা দীক্ষিত।
advertisement
4/6
মাধুরীকে তৈরিতে তার অভিনয়ের পাশাপাশি তার পরিবারেরও হাত রয়েছে। মাধুরী হয়তো রূপালী পর্দায় আধিপত্য বিস্তার করছেন কিন্তু পর্দার আড়ালে, মাধুরীর বোনেরা ছিলেন তার জীবনের সবকিছু। মাধুরীর বোনরাও প্রশিক্ষিত কত্থক নৃত্যশিল্পী, কিন্তু মাধুরী অভিনেত্রী হতে চেয়েছিলেন বলে, তারা কখনও বলিউডে আসার চেষ্টাই করেননি।
advertisement
5/6
রূপা দিক্ষিত ডান্ডেকর হলেন মাধুরী দীক্ষিতের দিদি৷ তিনি একজন কম্পিউটার সায়েন্সে মাস্টার ডিগ্রি করেন৷ বহু বছর ধরে ওয়াশিংটন ডিসি এলাকায় থাকেন৷ রূপা মনোজ ডান্ডেকরকে বিয়ে করেন এবং তাঁরা ১৯৮৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান৷ তাদের দুটি বাচ্চা আছে৷ শেবানি যিনি ডাক্তার এবং ইশান যিনি ব্যক্তিগত প্রশিক্ষক এবং ডায়েটিশিয়ান৷
advertisement
6/6
মাধুরীর আর এক বোন ভারতী। তার সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না। কিন্তু মাধুরীর তার বোনদের সঙ্গে থাকা এই ছবিগুলি স্পষ্টভাবে তিনজনের মধ্যে বন্ধনকে ফুটিয়ে তোলে। বর্তমানে মাধুরী তাঁর স্বামীর সঙ্গে মুম্নইতে থাকেন। তাঁদের ছেলেরাও এখন অনেকটা বড় হয়ে গিয়েছে৷