advertisement
1/4

দেখুন কী কাণ্ড ! শেষমেশ ফোনেই হ্যাকারদের আনাগোণা শুরু ৷ তাও আবার এমনি তেমনি কারও ফোনে নয় ৷ দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী হংসিকা মোটওয়ানির ফোনে !
advertisement
2/4
গপ্পোটা হল, সম্প্রতি নায়িকা হংসিক ট্যুইট করে জানিয়েছেন, তাঁর এই বিপাকে পড়ার কথা ৷ আর বিপদ বলে কী বিপদ ৷ হ্যাকাররা শুধু ফোন হ্যাক করেই শান্ত থাকেননি, উল্টে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে নায়িকার বেশ কিছু অন্তরঙ্গ ছবি ৷ তা নিয়েই আপাতত বেশ চিন্তিত হংসিকা ৷ তা এই কাণ্ড ঘটল কীভাবে?
advertisement
3/4
বৃহস্পতিবারই সকাল সকাল ট্যুইট করে জানিয়েছেন নায়িকা ৷ হংসিকা জানিয়েছেন, ‘হঠাৎ দেখি ফোনটা কাজ করছে না ৷ দেখছি আমার ফেসবুক, ট্যুইটার কিছুই কাজ করছে না ৷ বুঝলাম ফোনটা হ্যাক করা হয়েছে ৷ তাই যদি আমার প্রোফাইল থেকে অশোভনীয় কিছু ঘটে ৷ তাহলে সেটা আমার করা নয় ৷’
advertisement
4/4
এই ঘটনার পরেই হংসিকা অবশ্য সোশ্যাল মিডিয়াকে জানিয়েছেন ব্যাপারটার দিকে নজর রাখতে ৷ এমনকী, সাইবার সেলের কাছে অভিযোগ দায়ের করেছেন হংসিকা ৷