TRENDING:

Laxmi Puja 2021| Arpita Chatterjee: প্রসেনজিত ঘরণী অর্পিতা চট্টোপাধ্যায়ের লক্ষ্মীপুজো, একাই রাঁধলেন ভোগের খিচুড়ি, রইল অন্দরমহলের ছবি

Last Updated:
বহু বছর ধরেই নিজের বাড়িতে এভাবে পুজো করছেন তিনি (Arpita Chatterjee, Laxmi Pujo 2021)৷ সঙ্গে অবশ্যই উপস্থিত থাকেন স্বামী প্রসেনজিত (Prosenjit Chatterjee)
advertisement
1/6
প্রসেনজিত ঘরণী অর্পিতার লক্ষ্মীপুজো,একা রাঁধলেন ভোগের খিচুড়ি,রইল অন্দরমহলের ছবি
•সাধারণ মানুষ থেকে তারকা, মা লক্ষ্মীর আরাধনা করছেন সকলে৷ দেবীর কৃপায় ধন-জন বৃদ্ধির আশায় ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পুজোর আচার নিষ্ঠাভরে পালন করেন সব গৃহবধূরা৷ বাদ যান না অভিনেত্রীরাও৷ সেই ছবি ধরা পড়ল অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ের বাড়িতে৷ প্রসেনজিত চট্টোপাধ্যায় ঘরণী অর্পিতা বহু বছর ধরেই লক্ষ্মী পুজো করেন তাঁর বালিগঞ্জের বাড়িতে৷
advertisement
2/6
•এবছরও ব্যতিক্রম হল না৷ পুজোর জোগার একহাতে করেন তিনি৷ সঙ্গে আবার ভোগ রান্নাও করেন নিজে হাতে৷ এবারও নিয়মের হেরফের হল না৷
advertisement
3/6
•একেবারে সাধারণ বাড়ির গৃহিণীদের মতো দিনভর চলল তাঁর লক্ষ্মীপুজো জোগাড়ের কাজ৷ একদিকে যেমন নাড়ু তৈরি, অন্যদিকে তেমনই রান্নাঘরে সব গুছিয়ে নিয়ে ভোগের খিচুড়ি তৈরি হল অর্পিতার হাতে৷
advertisement
4/6
•বহু বছর ধরেই নিজের বাড়িতে এভাবে পুজো করছেন তিনি৷ সঙ্গে অবশ্যই উপস্থিত থাকেন স্বামী প্রসেনজিত৷ হাজারো কাজের মাঝে, লক্ষ্মীপুজোর দিন স্বামী-স্ত্রী একসঙ্গে বসে দেবীর আরাধনা করেন৷
advertisement
5/6
•সব কিছু আয়োজন শেষে তিনি নিজে বসেন লক্ষ্মীপাঁচালী পড়তে৷ অবশ্য পুজো করতে আসেন পুরোহিত৷ তবে বাড়ির কর্ত্রী বলে কথা৷ বাড়ির মঙ্গল-অমঙ্গল সবদিকে তো তাঁকে নজর দিতে হয়৷ সে কারণেই তো লক্ষ্মীপুজোর নিয়মে কোনও রকম আপোশ করেন না প্রসেনজিত ঘরণী৷ সবটাই সামলান নিজে হাতে৷
advertisement
6/6
•দেখুন অর্পিতা চট্টোপাধ্যায়ের বাড়ির পুজোর ছবি৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Laxmi Puja 2021| Arpita Chatterjee: প্রসেনজিত ঘরণী অর্পিতা চট্টোপাধ্যায়ের লক্ষ্মীপুজো, একাই রাঁধলেন ভোগের খিচুড়ি, রইল অন্দরমহলের ছবি
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল