TRENDING:

Aindrila Sharma | আচমকাই সক্রিয় ঐন্দ্রিলা শর্মার ফেসবুক অ্যাকাউন্ট, চমকে উঠলেন অনুরাগীরা

Last Updated:
এ সবের মাঝে মেয়ের এই ছোট ছোট খুশির মুহূর্ত ভাগ করেই আনন্দ পেতে চাইছেন তাঁর মা৷ আসলে ভিডিয়োটি ঐন্দ্রিলার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন অভিনেত্রীর মা শিখাই।
advertisement
1/5
আচমকাই সক্রিয় ঐন্দ্রিলা শর্মার ফেসবুক অ্যাকাউন্ট, চমকে উঠলেন অনুরাগীরা
সোমবার আচমকা প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার ফেসবুক অ্যাকাউন্ট সক্রিয় হয়ে ওঠে। পোস্ট হয় ঐন্দ্রিলা-সব্যসাচীর ভিডিয়ো। ক্যাপশনে লেখা, ‘‘শুভ জন্মদিন আমার সব্য।’’ খুব স্বাভাবিকভাবেই এমন ভিডিয়ো দেখে বিস্ময় জেগেছে অভিনেত্রীর অনুরাগীদের মনে।
advertisement
2/5
প্রায় দেড় মাস হতে চলল। ঐন্দ্রিলা শর্মা নেই। রয়ে গিয়েছে তাঁর স্মৃতি। আর সেই স্মৃতি আঁকড়ে রয়েছেন তাঁর কাছের মানুষরা। প্রয়াত অভিনেত্রীর মা শিখা শর্মার ফেসবুক জুড়ে তারই আঁচ। ঐন্দ্রিলার নানা ছবি-ভিডিও শেয়ার করেন তিনি। নিজের মনের কথা, দুঃখ ভাগ করে নেন সকলের সঙ্গে।
advertisement
3/5
দিন কয়েক ঐন্দ্রিলার ফ্যানক্লাবের একটি লেখা শেয়ার করেন শিখা। প্রয়াত অভিনেত্রীর উদ্দেশে সেখানে লেখা হয়েছে, 'আস্তে আস্তে তোমাকে সবাই ভুলে যাচ্ছে।' এ প্রসঙ্গে নিজের বক্তব্য জানিয়ে শিখা লেখেন, 'এক সময় সবাই ভুলে যাবে আমার মানিককে। শুধু আমরা মা-বাবা সবার থেকে আলাদা হয়ে যাব আর তোমার সঙ্গে প্রতি মুহূর্তে কথা বলব। তোমার স্মৃতিকে আঁকড়ে ধরে রাখব ভীষণ ভাবে।'
advertisement
4/5
একের পর এক ঝড় বয়ে যাচ্ছে ঐন্দ্রিলার পরিবারের উপর দিয়ে। মাস কয়েক আগে শিখার ব্লাডারে ক্যানসার ধরা পড়ে। মেয়ে ঐন্দ্রিলার ব্রেন স্ট্রোক হওয়ার আগেই মা নিজের অসুস্থতার খবর পেয়েছিলেন। এখন তাঁর কেমোথেরাপি চলছে। চলতি মাসের ১৩ তারিখ অস্ত্রোপচার হবে বলে জানিয়েছেন তিনি। ১৪ বছর আগে তাঁর শরীরে ক্যানসার ধরা পড়ে প্রথমবার। কিন্তু চিকিৎসার পর সেরেও যান তিনি।
advertisement
5/5
এ সবের মাঝে মেয়ের এই ছোট ছোট খুশির মুহূর্ত ভাগ করেই আনন্দ পেতে চাইছেন তাঁর মা৷ আসলে ভিডিয়োটি ঐন্দ্রিলার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন অভিনেত্রীর মা শিখাই।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Aindrila Sharma | আচমকাই সক্রিয় ঐন্দ্রিলা শর্মার ফেসবুক অ্যাকাউন্ট, চমকে উঠলেন অনুরাগীরা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল