TRENDING:

Aditi-Siddharth Marriage: সিদ্ধার্থের সঙ্গে লুকিয়ে মন্দিরে বিয়ে প্রসেনজিতের নায়িকার! প্রথম স্বামী নতুন সংসার শুরুর পরই রাজকুমারীর জীবনে মোড়

Last Updated:
Aditi-Siddharth Marriage: দু’জনের প্রেমকাহিনির কথা অনেক দিন আগেই ভক্তদের কানে এসে পৌঁছেছে। এবার কি তবে গাঁটছড়া বেঁধেই ফেললেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই জুটি?
advertisement
1/10
মন্দিরে লুকিয়ে গাঁটছড়া বুম্বাদার নায়িকার! প্রাক্তনের বিয়ের পরই ফের সংসার অদিতির
ভারতীয় সিনেমার জগত পেল নতুন দম্পতি। মন্দিরে গিয়ে চুপিসারে বিয়ে সারলেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দরি। পাত্র, দক্ষিণী ছবির নায়ক সিদ্ধার্থ। ‘রং দে বসন্তী’র তারকা সিদ্ধার্থ এবং ‘জুবিলি’ সিরিজে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রীর ভূমিকায় অভিনয় করা দুই তারকার এই খবরে উচ্ছ্বসিত সকলেই।
advertisement
2/10
দু’জনের প্রেমকাহিনির কথা অনেক দিন আগেই ভক্তদের কানে এসে পৌঁছেছে। এবার কি তবে গাঁটছড়া বেঁধেই ফেললেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই জুটি?
advertisement
3/10
দক্ষিণ থেকে বলিপাড়ায় নতুন গুঞ্জন শুরু হয়েছে বুধবার সকাল থেকে। ফিসফাস এবার বেশ জোরেই শোনা যাচ্ছে। দুই তারকা এই বিষয়ে এখনই মুখ না খুললেও সূত্রের খবর, তেলেঙ্গনার ওয়ানাপার্টি জেলার শ্রীরাঙ্গাপুরমের শ্রী রঙ্গনায়কস্বামী মন্দিরে বিয়ের শপথ নিয়েছেন তাঁরা।
advertisement
4/10
সে রাজ্যের একাধিক সূত্রের দাবি, আজই মিস্টার এবং মিসেস হিসাবে প্রথম ছবি শেয়ার করবেন তারকারা। সেই ছবি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।
advertisement
5/10
অদিতি রাও হায়দারি এবং সিদ্ধার্থের প্রেম হয় ‘মহা সমুদ্রম’ ছবির শ্যুটিংয়ের সময় থেকেই। তারপর থেকে প্রায়শই একসঙ্গে দেখা যায় তাঁদের। চণ্ডীগড়ে বলিউড অভিনেতা রাজকুমার রাও এবং পত্রলেখার বিয়েতেও যোগ দিয়েছিলেন জুটি হিসেবে।
advertisement
6/10
এমনকি হায়দরাবাদে শরবানন্দের বাগদানেও অংশ নিয়েছিলেন। কিন্তু আজ পর্যন্ত এই জুটি নিজেদের প্রেমের কথাও জনসমক্ষে কখনও স্বীকার করেননি। তবে অস্বীকারও করেননি কোনওদিন। এবার কি অফিসিয়ালি বিবাহিত দম্পতি হিসেবে প্রকাশ্যে আসবেন?
advertisement
7/10
অদিতি এর আগে অভিনেতা সত্যদীপ মিশ্রকে বিয়ে করেছিলেন। যিনি আবার গত বছর ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তার সঙ্গে গাঁটছড়া বাঁধেন।
advertisement
8/10
আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের তুতো বোন অদিতি রাও আবার তেলেঙ্গনার রাজপরিবারের মেয়ে। একটি নয়, দু’টি রাজপরিবারের বংশধর তিনি। অদিতি আকবর হায়দরির প্রপৌত্রী, যিনি হায়দরাবাদ রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন।
advertisement
9/10
শুধু তাই নয়, অদিতির মাতামহ জে. রামেশ্বর রাও ছিলেন অন্ধ্রপ্রদেশের ওয়ানাপার্টির রাজা। অদিতির বাবার নাম এহসান হায়দারি এবং মায়ের নাম বিদ্যা রাও, যিনি সেই সময়ের ঠুমরি ও দাদরা রাগের একজন বিখ্যাত গায়ক ছিলেন।
advertisement
10/10
সম্ভবত ওয়ানাপার্থির শেষ শাসক ছিলেন অদিতির দাদু। বিয়ে হল সেখানেই। তবে সিদ্ধার্থ যেহেতু তামিলনাড়ুর ছেলে, তাই শোনা যাচ্ছে, পুরোহিত ডাকা হয়েছিল সেই রাজ্য থেকে। দুই সংস্কৃতির অপূর্ব মিলনের সাক্ষী থেকে গিয়েছে এই বিয়ে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Aditi-Siddharth Marriage: সিদ্ধার্থের সঙ্গে লুকিয়ে মন্দিরে বিয়ে প্রসেনজিতের নায়িকার! প্রথম স্বামী নতুন সংসার শুরুর পরই রাজকুমারীর জীবনে মোড়
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল