Actor Dev Fishing: জিন্সের প্যান্ট গুটিয়ে নদীতে নামলেন দেব, জাল ফেলে ধরলেন মাছ! পাশে দাঁড়িয়ে কী করলেন দুই নায়িকা?
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
রঘু ডাকাত ছবি মুক্তি পাচ্ছে এই দুর্গা পুজোয়ে৷ নিজের ছবির প্রচারে বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরছেন দেব৷ এর আগে মুক্তি পেয়েছিল তাঁর ছবি ধূমকেতু৷ দেব-শুভশ্রীর জুটির এই ছবি ব্লকবাস্টার হিট৷
advertisement
1/5

বেঙ্গল ট্যুরের মাধ্যমে শুরু হয়ে গেছে রঘু ডাকাত ছবির প্রমোশন। বিভিন্ন শহরে ঘুরে চলছে ছবির বিরাট প্রচার। প্রতিটি শহরেই রীতিমতো জনজোয়ার, প্রিয় তারকাদের দেখতে উপচে পড়ছে ভিড়। দুর্গাপুজোর আগেই বড় চমক ৷ খাদানের মতোই বেঙ্গল ট্যুরের মাধ্যমে 'রঘু ডাকাত' ছবির প্রচার যে হবে, তা তো আগেই বলে রেখেছিলেন অভিনেতা৷ যেমন বলা তেমনই কাজ৷ প্রচার শুরু হয়ে গিয়েছে পুরোদমে৷ (রকি চৌধূরী)
advertisement
2/5
প্রচারের মাঝেই মালবাজার মহাকুমার ওদলাবাড়ির ঘিস নদীতে জাল হাতে মাছ ধরতে নামলেন অভিনেতা দেব।
advertisement
3/5
জাল ফেলে ধরলেন টাটকা জয়া মাছ৷ এখানে এসে সাধারণ জেলেদের সঙ্গে মিশে যান অভিনেতা৷
advertisement
4/5
এর আগে অভিনেতা ও সাংসদ দেব পৌঁছন শিলিগুড়ির সেভকেশ্বরী কালী মন্দিরে যান পুজো দিতে৷ সঙ্গে ছিলেন তাঁর দুই নায়িকা, ইধিকা ও সোহিনী।
advertisement
5/5
রঘু ডাকাত ছবি মুক্তি পাচ্ছে এই দুর্গা পুজোয়ে৷ নিজের ছবির প্রচারে বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরছেন দেব৷ এর আগে মুক্তি পেয়েছিল তাঁর ছবি ধূমকেতু৷ দেব-শুভশ্রীর জুটির এই ছবি ব্লকবাস্টার হিট৷