TRENDING:

Abir Chatterjee : একই অঙ্গে ব্যোমকেশ আর সোনাদা! আবিরের দুই ছবির জোড়া মহরৎ একসঙ্গ

Last Updated:
Abir Chatterjee : অরিন্দম শীল ও ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের এই দুই ছবিতে স্বমহিমায় আবির। (রিপোর্ট- অরুণিমা দে)
advertisement
1/6
একই অঙ্গে ব্যোমকেশ আর সোনাদা! আবিরের দুই ছবির জোড়া মহরৎ একসঙ্গে
বেশ কিছুদিন হল ক্যামেরার থেকে দূরে ছিলেন তিনি। আর তাই অনুরাগীর দল তাঁকে বেশ মিস করছিলেন। কিন্তু আবার তাঁকে বিরাট ভাবে পর্দায় দেখতে চলেছে দর্শকরা। তিনি আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)।
advertisement
2/6
তাঁর অভিনয় ক্ষমতা, তাঁর পর্দায় চরিত্র হয়ে ওঠা, দর্শকের মণিকোঠায় জায়গা করে নেওয়া- এই সব নতুন কিছু নয়। নতুন, তাঁর একদিনে জোড়া গোয়েন্দা হওয়ার ঘোষণা। বুধবার এসভিএফ-এর দফতরে ঘটে গেল এই ঐতিহাসিক ঘটনা। জোড়া মহরৎ। ব্যোমকেশ ও কর্ণ সুবর্ণের গুপ্তধন। যিনি 'সোনাদা' তিনিই 'ব্যোমকেশ'। অরিন্দম শীল ও ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের এই দুই ছবিতে স্বমহিমায় আবির।
advertisement
3/6
ব্যোমকেশের সহকারী অজিতের চরিত্রে দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায়কে। সিরিজ ও ওয়েব মাধ্যমে তাঁর কাজ বেশ প্রশংসিত। হালফিলে গোরার সহকারী হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন সুহোত্র। সত্যবতীর ভূমিকায় থাকছেন সোহিনী সরকার। অরিন্দম শীলের এটি চতুর্থ ব্যোমকেশ।
advertisement
4/6
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অসমাপ্ত উপন্যাস 'বিশুপাল বধ' অবলম্বনে তৈরি হবে এই ছবি। চিত্রনাট্য লিখছেন পদ্মনাভ দাশগুপ্ত। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের মে মাসে শুরু হয়ে যেতে পারে ছবির শ্যুটিং।
advertisement
5/6
এই ছবির মাধ্যমেই ক্যামেলিয়া প্রোডাকশনস-এর সঙ্গে পথচলা শুরু করলেন এসভিএফ। দুই প্রযোজনা সংস্থার কর্ণধার, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী ও কলাকুশলীরা উপস্থিত ছিল এই দিনের মহরৎ-এ। একই ফ্রেমে দেখা গেল, অরিন্দম শীল, ধ্রুব বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, সোহিনী সরকার, ঈশা সাহাকে। সকলের মুখেই চওড়া হাসি।
advertisement
6/6
সম্প্রতি কয়েক দিন আগে দোল উৎসব হয়ে গিয়েছে। তবে আবিরের রং যেন বেশি গাঢ় হলো বুধবার। এই মনে হয় বেশ কিছু দিন দেখা যাচ্ছে না তাঁকে। তাঁর বিশাল ভক্তকুল তাঁকে মিস করেন। আবার বিরাট ভাবে ফিরে আসেন আবির চট্টোপাধ্যায়।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Abir Chatterjee : একই অঙ্গে ব্যোমকেশ আর সোনাদা! আবিরের দুই ছবির জোড়া মহরৎ একসঙ্গ
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল