Abhishek-Aishwarya Divorce Rumours: সব শেষ করে দিলেন ঐশ্বর্যর, বাকি রাখলেন না আর কিছুই...! বিচ্ছেদের জল্পনায় যা করে বসলেন অভিষেক? জানলে ঘুম উড়বে
- Published by:Riya Das
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Abhishek-Aishwarya Divorce Rumours: এরই মাঝে রবিবার রাতে মুম্বইয়ে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অমিতাভ-পুত্র। সমস্ত বিবাহিত পুরুষদের কী করা উচিত, সেই বিষয়ে পরামর্শ দিলেন তিনি।
advertisement
1/8

জবাবে অভিষেক বলেন, “এটা খুবই সহজ। এখানে আমাদের কিছুই করার নেই। পরিচালকরা যা বলেন, আমরা সেটাই করি। তারপর চুপচাপ সেভাবে কাজ করে বাড়ি চলে যাই।”
advertisement
2/8
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে অভিষেককে প্রশ্ন করতে দেখা যায় সঞ্চালককে। অভিনেতার উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন যে, “আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন রয়েছে। আপনি এত দুর্দান্ত অভিনয় করেন যে, সমালোচকরা প্রশ্নই তুলতে পারেন না। কীভাবে করেন এটা?”
advertisement
3/8
জবাবে অভিষেক বলেন, “এটা খুবই সহজ। এখানে আমাদের কিছুই করার নেই। পরিচালকরা যা বলেন, আমরা সেটাই করি। তারপর চুপচাপ সেভাবে কাজ করে বাড়ি চলে যাই।”
advertisement
4/8
এরপরেই স্ত্রী-র আদেশ পালনের ক্ষেত্রে স্বামী হিসেবে অভিষেক কী করেন, সেই প্রশ্নই করে বসেন সঞ্চালক। উত্তরে অভিনেতা বলেন যে, “হ্যাঁ। সমস্ত বিবাহিত পুরুষকেই তা করতে হয়। মানে বউ যা বলছেন, সেই ভাবেই কাজ করতে হবে।” আর অভিষেক-ঐশ্বর্যর বিয়ে ভাঙার জল্পনার মাঝেই এল অভিনেতার এহেন বিবৃতি।
advertisement
5/8
আসলে চলতি বছর গোড়ার দিকে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে আলাদা আলাদা ভাবে উপস্থিত হয়েছিলেন অভিষেক এবং ঐশ্বর্য। তারপর থেকেই জল্পনা গাঢ় হতে শুরু করে। এখানেই শেষ নয়, সম্প্রতি কন্যা আরাধ্যার জন্মদিনের অনুষ্ঠানেও ছবি শেয়ার করেছিলেন ঐশ্বর্য। কিন্তু সেখানেও দেখা মেলেনি বচ্চন পরিবারের সদস্য এমনকী অভিষেকেরও। এতেই তাঁদের সংসার ভাঙার জল্পনার আগুনে যেন ঘি পড়ে।
advertisement
6/8
যদিও এই জল্পনার আগুন ছড়িয়ে পড়লেও মুখে কুলুপ এঁটে রয়েছেন অভিষেক এবং ঐশ্বর্য। তবে সম্প্রতি তাঁদের পারিবারিক সমস্যাকে ঘিরে ছড়িয়ে পড়া জল্পনা এবং গুজব নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে একটি পোস্ট ভাগ করে নিয়েছিলেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন।
advertisement
7/8
বিগ-বি লিখেছেন, “আমি আমার পরিবারের বিষয়ে খুবই কম কথা বলি। কারণ ওটা আমার জায়গা। আর ওটা আমার গোপনীয়তা, যা আমি বজায় রেখে আসছি… জল্পনা কিন্তু শুধুই জল্পনা… সেগুলি আসলে কল্পনা করা অসত্য বিষয়, যা যাচাই করা হয় না.. এই ভেরিফিকেশন চান অনুসন্ধানকারীরা। যাঁদের পেশার ক্ষেত্রে নিজেদের ব্যবসা এবং কাজ যাচাই করার জন্য এই ভেরিফিকেশনের প্রয়োজন হয়..
advertisement
8/8
আমি তাঁদের পছন্দের কাজে থাকার ইচ্ছাকে চ্যালেঞ্জ করব না এবং সমাজ সেবার জন্য তাঁদের প্রয়াসের সত্যিই আমি প্রশংসা করি। কিন্তু অসত্য অথবা বাছাই করা প্রশ্ন চিহ্নযুক্ত তথ্য তাঁদের জন্য একটি আইনি সুরক্ষা হতে পারে, যাঁরা তথ্য দেন .. তবে সন্দেহজনক বিশ্বাসের বীজ বপন করা হয় এই সর্বাধিক ব্যবহৃত প্রতীক .. প্রশ্ন চিহ্ন .. দিয়ে?