Aamir Khan Last Movie Buzz: আমির খান আর সিনেমা করবেন না? এটাই নাকি শেষ ছবি? নায়কের বক্তব্যে অভিনয় ছাড়ার ইঙ্গিত! বিরাট শোরগোল
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Aamir Khan Last Movie Buzz: 'ঠগস অফ হিন্দোস্তান' তারপর 'লাল সিং চড্ডা'। ছবি না চলার ফলে মনমরা আমির খান নেপালে চলে গিয়েছিলেন ধ্যান করবেন বলে। এবার সিনেমাই ছাড়বেন?
advertisement
1/8

'ঠগস অফ হিন্দোস্তান' তারপর 'লাল সিং চড্ডা'। ছবি না চলার ফলে মনমরা আমির খান নেপালে চলে গিয়েছিলেন ধ্যান করবেন বলে।
advertisement
2/8
লম্বা সময় অবসরের পরে তিনি ফিরতে চলেছেন ‘সিতারে জমিন পর’ নিয়ে। তার ফাঁকেই আমির খানের ঘোষণা, হয়তো এই একটি ছবি করার পর তাঁর আর কিছুই করার থাকবে না।
advertisement
3/8
আর তাতেই শোরগোল পড়েছে বিনোদন দুনিয়ায়। তবে কি অভিনয় ছাড়তে চলেছেন আমির খান?
advertisement
4/8
মহাভারত। 'মহাভারত' ছবি প্রসঙ্গে আমির বলেছিলেন, ''এটাই আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য, আর চিত্রনাট্য লেখাতেই লেগে যাবে কয়েক বছর।''
advertisement
5/8
তবে এই সিরিজে আমির নিজে অভিনয় করবেন কি না, সে প্রশ্নে এখনও ধোঁয়াশা। ''যার যে চরিত্রে মানাবে, তাকেই নেওয়া হবে। আমিও নাও থাকতে পারি,'' মত আমিরের।
advertisement
6/8
‘সিতারে জমিন পর’ ছবির মুক্তির পর, তিনি তাঁর স্বপ্নের প্রকল্প সম্পর্কে কথা বলেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমির জানিয়েছেন যে তিনি 'মহাভারত' নিয়ে কাজ শুরু করার কথা ভাবছেন। কিন্তু একই সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছেন যে এটিই হতে পারে তার শেষ ছবি। কিন্তু কেন?
advertisement
7/8
আমির খান জানিয়েছেন যে তিনি তাঁর কেরিয়ারের শেষ ছবি কী চান। তিনি বলেন, ‘ ‘মহাভারত’, এমন একটি গল্প যা আমি সবসময় জীবন্ত করতে চেয়েছি। এটি বহুস্তরীয়, এতে আবেগ রয়েছে, বিশ্বে যা কিছু আপনি জানতে চান, তা আপনি ‘মহাভারত’-এ পাবেন।’
advertisement
8/8
যখন আমিরকে জিজ্ঞাসা করা হয় যে ‘মহাভারত’ কি তাঁর শেষ ছবি হতে পারে, তখন তিনি বলেছেন, ‘হয়তো এটি করার পর আমার মনে হবে যে আমার আর কিছু করার বাকি নেই। এর পর আমি আর কিছু করতে পারব না, কারণ এই ছবির কন্টেন্টই এমন হবে। আমি আশা করি আমি কাজ করতে করতেই মারা যাব, কিন্তু যেহেতু আপনি জিজ্ঞাসা করছেন, তাই এটি এমন একটি বিষয় যার সম্পর্কে আমি ভাবতে পারি।’