Aamir Khan Birthday: নায়িকার সঙ্গে সেটে চরম দুর্ব্যবহার! আমিরের উপর রেগে কাঁই বলিউড কাঁপানো সুন্দরী
- Published by:Sanchari Kar
Last Updated:
Aamir Khan Birthday: বাস্তবে নাকি নায়ক-নায়িকার সম্পর্ক মোটেই মসৃণ ছিল না। আমির খান-মনীষা কৈরালার সম্পর্ক নিয়ে এক সময়ে জলঘোলা কম হয়নি।
advertisement
1/7

তাঁদের জুটি আজও চর্চিত। পর্দায় দু'জনের রসায়ন এক সময় হিল্লোল তুলেছিল দর্শক-মনে। কিন্তু বাস্তবে নাকি নায়ক-নায়িকার সম্পর্ক মোটেই মসৃণ ছিল না। আমির খান-মনীষা কৈরালার সম্পর্ক নিয়ে এক সময়ে জলঘোলা কম হয়নি।
advertisement
2/7
শোনা যায়, নায়িকাকে এক প্রকার এড়িয়ে চলতেন নায়ক। আর সেখান থেকেই যাবতীয় সমস্য়ার সূত্রপাত।
advertisement
3/7
'আকেলে হাম আকেলে তুম', 'মন'-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন মনীষা এবং আমির। বক্স অফিসে এসেছে সাফল্য়।
advertisement
4/7
কিন্তু 'আকেলে হাম...'-এর সেটে নাকি মনীষার সঙ্গে বিশেষ কথাবার্তা বলতেন আমির। সহকর্মীর সান্নিধ্য় এড়িয়ে যেতেন। অভিনেতার এই আচরণে ব্য়থিত হয়েছিলেন মনীষা।
advertisement
5/7
অভিনেত্রী সিমি গেরেওয়াল এ বিষয়ে আমিরকে তাঁর টক শো রঁদেভু-তে প্রশ্ন করেছিলেন। জানতে চেয়েছিলেন, কেন মনীষার সঙ্গে এমন আচরণ করেছিলেন আমির।
advertisement
6/7
অভিনেতা জানিয়েছিলেন, মনীষার সঙ্গে তাঁর কোনও সমস্য়া নেই। নিছক ছবির স্বার্থেই নাকি নায়িকার সঙ্গে এমন আচরণ করছিলেন আমির।
advertisement
7/7
তিনি বলেন, "চিত্রনাট্য়ের খাতিরে আমাকে ওরকম করতে হয়েছিল।" আমীর এও জানান, মনীষা তাঁর উপর প্রবল চটেছিলেন। কিন্তু নিছকই ছবি এবং চরিত্রগুলিকে বিশ্বাসযোগ্য় করে তোলার খাতিরে এমনটা করেছিলেন তিনি।