৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতা, সুপুরুষও বটে; নায়ক হতে চাইলেও জড়িয়ে পড়েছেন কেবলই বিতর্ক ! নিজের দোষেই শেষ হয়েছে কেরিয়ার
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
আদিত্য পাঞ্চোলি বর্তমানে রুপালি পর্দা থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবিগুলোর স্মৃতিচারণ করে চলেছেন। ৪ জানুয়ারি এই অভিনেতা তাঁর ৬১তম জন্মদিন উদযাপন করলেন।
advertisement
1/6

হিন্দি ছবিতে এমন অনেককে দেখা যায়, যাঁরা নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন, কিন্তু ভাগ্য তাঁদের ভিন্ন পথে নিয়ে গিয়েছে। ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতা, ফর্সা গায়ের রঙ এবং দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী এক অভিনেতা একদা বলিউড ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন। প্রথমে তাঁকে চকোলেট হিরো তকমা দেওয়া হলেও সময়ের সঙ্গে সঙ্গে তিনি এমন ভূমিকা বেছে নিতে থাকেন যা তাঁকে খলনায়ক এবং ধূসর চরিত্রে স্বীকৃতি এনে দেয়। নব্বইয়ের দশকে এই অভিনেতা চলচ্চিত্রের চেয়ে তাঁর ব্যক্তিত্ব এবং স্পষ্টভাষিতার জন্য বেশি আলোচিত হয়েছিলেন।
advertisement
2/6
সুপারস্টারদের সঙ্গে পর্দা ভাগ করে নেওয়ার পরেও তাঁর কেরিয়ার প্রত্যাশা অনুযায়ী এগোতে পারেনি। কারণ ছিল তাঁর উদাসীন স্বভাব এবং কাজের প্রতি অবহেলা। আদিত্য পাঞ্চোলি বর্তমানে রুপালি পর্দা থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় পুরনো ছবিগুলোর স্মৃতিচারণ করে চলেছেন। ৪ জানুয়ারি এই অভিনেতা তাঁর ৬১তম জন্মদিন উদযাপন করলেন। ঈর্ষণীয় শারীরিক উচ্চতা, ফর্সা গায়ের রঙ এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী আদিত্য টেলিভিশন এবং হিন্দি সিনেমার জগতে প্রবেশ করেন। তিনি নব্বইয়ের দশকে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন।
advertisement
3/6
হিন্দি সিনেমায় নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে আদিত্য পাঞ্চোলি পা রাখেন, কিন্তু তিনি অনেক নেতিবাচক চরিত্রেও অভিনয় করেন। চলচ্চিত্র জগতে তাঁর ভাবমূর্তি ছিল ব্যাড বয়-এর! অনেকেই জানেন না যে, আদিত্য পাঞ্চোলি কেরিয়ারের শুরুতে কাজকে খুব একটা গুরুত্ব দিতেন না। শাহদাত টিভি শো দিয়ে কেরিয়ার শুরু, ইন্ডাস্ট্রিতে সর্বদা তিনি নিজের মতো করে কাজ করেছেন এবং এই কারণেই তাঁর সম্পর্কে নেতিবাচক গুজব ছড়িয়ে পড়েছিল। আদিত্য নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, চলচ্চিত্রে ব্রেক পাওয়া খুবই কঠিন, কিন্তু একবার কাজ পেলে সব কিছু সহজ হয়ে যায়।
advertisement
4/6
তিনি বলেন, ‘‘প্রথমে আমি ব্রেক চেয়েছিলাম। এর পর আমি সেটে আমার নিজস্ব উপায়ে কাজ করতাম। আমি ইন্ডাস্ট্রির অন্যান্যদের মতো ভণ্ড ছিলাম না। আমি কাজ পেতে শুরু করেছিলাম, তবে আমি আমার প্রথম দিকের ছবিগুলো মনপ্রাণ দিয়ে করতাম না। আমি ভেবেছিলাম আমার কাছে কাজ আছে, ভাল টাকা আছে, আর কী চাই? আমার সমান তালে মজাও করা উচিত।’’
advertisement
5/6
তিনি আরও বলেছিলেন যে সময়ের সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পেরেছিলেন যে কাজ কতটা গুরুত্বপূর্ণ। ৯০-এর দশকে তাঁর সম্পর্কে প্রকাশিত বেশিরভাগ খবর নেতিবাচক ছিল। যদিও আদিত্য কখনও এই বিষয়গুলির দ্বারা প্রভাবিত হননি, তবে তাঁর কেরিয়ার অবশ্যই প্রভাবিত হয়েছিল। সেই সময়ে আদিত্য আরও কিছু তারকাদের সঙ্গে এই সমস্যাটি সমাধানের জন্য একটি কমিটি গঠনও করেছিলেন।
advertisement
6/6
আদিত্য তাঁর কেরিয়ারে এনেক বড় তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন, শাহরুখ খান, অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, অমরিশ পুরি, তালিকা বেশ দীর্ঘ। তিনি ১৯৮৬ সালে সস্তি দুলহন মেহঙ্গা দুলহা চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন, কিন্তু স্বীকৃতি আসে সয়লাব (১৯৯০), সাথী (১৯৯১), তহলকা" (১৯৯২), আতিশ (১৯৯৪), ইয়েস বস (১৯৯৭) ইত্যাদি ছবির মাধ্যমে।