ক্যাজুয়াল ডে-আউটে যাবেন? ট্রাই করুন দীপিকার মতো জিন্স, নজর কাড়বেন আপনিও
- Published by:Aryama Das
Last Updated:
বলিসুন্দরী দীপিকার জিন্সে একাধিক ছবি তৈরি করেছে স্টাইল স্টেটমেন্ট
advertisement
1/7

বলিসুন্দরী দীপিকার জন্মদিন৷ সোশ্যাল মিডিয়া জুড়ে ভুড়ি ভুড়ি পোস্ট৷ জন্মদিনে দীপিকাকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন শাহরুখ খান৷ কিং খান নেটমাধ্যমে লেখেন, "আমার প্রিয় দীপিকাকে জন্মদিনের শুভেচ্ছা৷ তুমি কীভাবে প্রতিটি অবতারে নিজেকে ফুটিয়ে তুলতে পার জানি না৷ সবসময়ে তোমার আরও সাফল্য কামনা করি৷ শুভ জন্মদিন, অনেক ভালবাসা৷"
advertisement
2/7
সম্প্রতি 'পাঠান'-এ দীপিকার থেকে চোখ ফেরানো দায়! এক-সে-বরকর এক মোনোকিনিতে তুফান ডেকেছেন সুন্দরী৷ তবে তাঁর জিন্সে একাধিক ছবি তৈরি করেছে স্টাইল স্টেটমেন্ট৷
advertisement
3/7
সম্প্রতি অভিনেত্রীকে নীল ফ্লেয়ার্ড জিন্স এবং কালো টপ পরে দেখা গিয়েছে৷ কালো মাস্কে মুখ ঢাকা, তবে নায়িকাকে বেশ মানিয়েছিল সেই পোশাকে৷
advertisement
4/7
ডেনিম জ্যাকেট এবং ডেনিম জিন্সে বহুবার দেখা গিয়েছে অভিনেত্রীকে৷ তাঁর এয়ারপোর্ট লুকগুলোর মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ৷
advertisement
5/7
ডেনিম লং কোর্টেও নজরকাড়া লুক তাঁর৷ একটা কালো লং জামা এবং সঙ্গে ডেনিম কোর্ট, স্টাইল করলেন দীপিকা৷
advertisement
6/7
লং লেন্থ ডেনিম জিন্স পড়ে দীপিকার এয়ারপোর্ট লুক টিনেজের কাজে স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছে৷ সঙ্গে একটা সাদা স্নিকার্স লুকটিকে পূর্ণতা দিয়েছে৷
advertisement
7/7
ডেনিম ব্যাগি জিন্স আর সঙ্গে কালো ট্যাঙ্ক টপ, আর বেসিক রঙের একটা বেল্ট, লুক বদলে দিতে পারে আপনার পার্টিতে৷