TRENDING:

AR Rahman Birthday: ২০০০০০০০০০০ টাকার মালিক, সঙ্গীত সাধক, হানিমুনের রাতেও বাজিয়েছেন বীণা, বিবাহ বিচ্ছেদে কত টাকা দিতে হচ্ছে এ আর রহমনকে?

Last Updated:
৬ জানুয়ারি এআর রহমানের জন্মদিন৷ ৫৭ বছরে পা দিলেন তিনি৷ সারা জীবন তিনি শুধু সুরের সাধনা করেছেন৷ এখনও সে পথেই হাঁটছেন তিনি৷ গান বা সুরের বাইরে তাঁর জীবনে কিছুই নেই৷ এমনকী মধুচন্দ্রিমার রাতেও তিনি বীণা বাজিয়েছিলেন নতুন বউকে পাশের ঘরে রেখে৷
advertisement
1/6
২০০কোটি টাকার মালিক,সঙ্গীত সাধাক, বিবাহ বিচ্ছেদে কত টাকা দিতে হচ্ছে এআর রহমানকে?
তিনি সুর সম্রাট, সুরের জাদুকর৷ আজ, ৬ জানুয়ারি এআর রহমানের জন্মদিন৷ ৫৭ বছরে পা দিলেন তিনি৷ সারা জীবন তিনি শুধু সুরের সাধনা করেছেন৷ এখনও সে পথেই হাঁটছেন তিনি৷ গান বা সুরের বাইরে তাঁর জীবনে কিছুই নেই৷ এমনকী মধুচন্দ্রিমার রাতেও তিনি বীণা বাজিয়েছিলেন নতুন বউকে পাশের ঘরে রেখে৷
advertisement
2/6
জীবনে বহু সম্মান ও পুরস্কার পেয়েছেন এআর রহমান৷ তবে তার জন্য অনেক জীবনে অনেক আত্মত্যাগ করতে হয়েছে তাঁকে৷ গত বছর তাঁর বিবাহ বিচ্ছেদের ঘোষণায় তাঁর ভক্তরা সকলে খুব দুঃখ পান৷
advertisement
3/6
২৯ বছর একসঙ্গে থাকার পর তাদের দুজনের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। রহমান শুধু ভারতে নয় বিশ্বের একজন সুপরিচিত সঙ্গীতশিল্পী। ১৯৯৫ সালে বিয়ে করেছিলেন। তাঁর তিনটি সন্তান রয়েছে। কন্যাদের নাম খাতিজা ও রহিমা। ছেলের নাম আমিন। সায়রার দেওয়া এক বিবৃতিতে এই বিবাহবিচ্ছেদের তথ্য প্রকাশ্যে এসেছে। তবে তাদের বিচ্ছেদের কোনো সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।
advertisement
4/6
এ আর রহমান শুধু বিশ্বের অন্যতম সফল সঙ্গীতশিল্পী নন, একজন অত্যন্ত ধনী ব্যক্তিও। তাঁর কোটি কোটি টাকার সম্পদ রয়েছে। তিনি সবচেয়ে উচ্চ মূল্যের গায়ক। একটি প্রতিবেদনে বলা হয়েছে, রহমান একটি গানের জন্য প্রায় ৩ কোটি টাকা পারিশ্রমিক নেন। অন্য যে কোনও ভারতীয় গায়কের তুলনায় এটি ১২ থেকে ১৫ গুণ। যদিও রহমান খুব কম গানেই কণ্ঠ দেন। তার পুরো জোর কম্পোজিশনের উপর।
advertisement
5/6
এ আর রহমানের মোট সম্পদের পরিমাণ প্রায় ১৭২৮ কোটি টাকা। স্টার্টআপস মিডিয়ার একটি ইনস্টাগ্রাম পোস্টে বলা হয়েছে যে রহমান সবচেয়ে ধনী সঙ্গীতশিল্পী। উর্বশীর গানে কণ্ঠ দেওয়ার জন্য তিন কোটি রুপি নেন তিনি। ধনী গায়কদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অরিজিৎ সিং। তার ৪১৪ কোটি টাকার সম্পদ রয়েছে বলে জানা গেছে। সোনু নিগমের সম্পদ ৪০০ কোটি টাকা এবং ইয়ো ইয়ো হানি সিং-এর ২০০ কোটি টাকারও বেশি সম্পত্তি রয়েছে বলে জানা গেছে।
advertisement
6/6
সায়রা এআর রহমানের কাছ থেকে রক্ষণাবেক্ষণ পাওয়ার অধিকারী। এখন প্রশ্ন হল তিনি কত রক্ষণাবেক্ষণ ভাতা পাবেন, এটি ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেবেন। একজন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট স্বামীর আর্থিক অবস্থা বিবেচনা করে ভরণপোষণ ভাতা নির্ধারণ করেন। এ আর রহমানের হাজার কোটি টাকার সম্পদ রয়েছে। এমন পরিস্থিতিতে সায়রা উপযুক্ত পরিমাণ পেতে পারেন।
বাংলা খবর/ছবি/বিনোদন/
AR Rahman Birthday: ২০০০০০০০০০০ টাকার মালিক, সঙ্গীত সাধক, হানিমুনের রাতেও বাজিয়েছেন বীণা, বিবাহ বিচ্ছেদে কত টাকা দিতে হচ্ছে এ আর রহমনকে?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল