Richest Candidate: ৭১৬ কোটির মালিক! প্রথম দফার সবচেয়ে ধনী প্রার্থী কে জানেন? পরিচয় শুনে চমকে যেতে বাধ্য
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Richest Candidate: প্রথম দফার নির্বাচনে সবথেকে ধনী প্রার্থী হলেন কংগ্রেসের নকুল নাথ। তিনি মধ্য প্রদেশের চিন্দওয়াড়ার বিদায়ী সাংসদ।
advertisement
1/8

দেশে শুরু হয়ে গিয়েছে প্রথম দফার লোকসভা ভোট। আর নির্বাচন কমিশনের কাছে জমা পড়া হলফনামার বিশ্লেষণ করেই গিয়েছে, ১৬২৫ জন প্রার্থীর মধ্যে ১০ জন এমন প্রার্থী রয়েছেন, যাদের কোনও সম্পত্তিই নেই। আবার এমন ৪৫০ জন প্রার্থীও রয়েছেন, যারা কোটিপতি। আর সবচেয় ধনী প্রার্থীর পরিচয়ে রয়েছে বিপুল চমক।
advertisement
2/8
প্রথম দফার নির্বাচনে সবথেকে ধনী প্রার্থী হলেন কংগ্রেসের নকুল নাথ। তিনি মধ্য প্রদেশের চিন্দওয়াড়ার বিদায়ী সাংসদ। তাঁর আরও একটি পরিচয় হল তিনি মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের ছেলে। নকুল নাথের সম্পত্তির পরিমাণ কত জানেন? ৭১৬ কোটি টাকা, হ্যাঁ, ঠিকই শুনেছেন।
advertisement
3/8
রিপোর্ট বলছে, প্রথমদফার লোকসভা নির্বাচনে তিনিই সবচেয়ে ধনী প্রার্থী, এমনটাই জানা যাচ্ছে কমিশন সূত্রে। শুধু তাই নয়, শেষ ৫ বছরে তাঁর সম্পত্তি বেড়েছে ব্যাপক হারে।
advertisement
4/8
নির্বাচন কমিশনের হলফনামা থেকে জানা যাচ্ছে, অসংখ্য শেয়ার, বন্ড মিলিয়ে নকুল নাথের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৬৬৮.৮৬ কোটি টাকা। এর পাশাপাশি তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ৪৮.০৭ কোটি। সব মিলিয়ে কমল পুত্রের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়াচ্ছে ৭১৬ কোটি টাকা।
advertisement
5/8
এছাড়াও রিপোর্ট বলছে, ২০১৯ সালে নকুলের সম্পত্তি ছিল ৬৬০ কোটি টাকা। অর্থাৎ শেষ ৫ বছরে ৫৬ কোটি টাকার মতো সম্পত্তি বেড়েছে নকুলের। তবে তাৎপর্যপূর্ণভাবে সম্পত্তির হিসেবে নকুলের নিজের কোনও গাড়ি নেই।
advertisement
6/8
এদিকে প্রথম দফার নির্বাচনে সম্পত্তির নিরিখে নকুলের ঠিক পরেই সম্পত্তিতে দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিনি নেতা অশোক কুমার। তামিলনাড়ুর এডোর কেন্দ্রের এই এআইডিএমকে নেতার সম্পত্তির পরিমাণ ৬৬২ কোটি টাকা।
advertisement
7/8
ধনী প্রার্থী হিসেবে তৃতীয় স্থানে রয়েছেন তামিলনাড়ুর শিবগঙ্গা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবানাথন যাদব। নিজের হলফনামায় সম্পত্তির তিনি সম্পত্তির হিসেব দিয়েছেন ৩০৪ কোটি টাকা। কার্তি চিদাম্বরমের সম্পত্তির পরিমাণ ৯৬ কোটি টাকা।
advertisement
8/8
অন্যদিকে, এমন ১০ জন প্রার্থীও প্রথম দফার নির্বাচনে লড়ছেন, যাদের কোনও সম্পত্তি নেই। সবথেকে গরিব প্রার্থী পোনরাজ কে। তামিলনাড়ুর থুথুকোডি থেকে দাঁড়ানো এই নির্দল প্রার্থীর সম্পত্তির পরিমাণ মোটে ৩২০ টাকা। মহারাষ্ট্রের রামটেকের নির্দল প্রার্থী কার্তিক গেন্দলাজি ও তামিলনাড়ুর চেন্নাই উত্তর-র প্রার্থীর সম্পত্তি মাত্র ৫০০ টাকা।