TRENDING:

Richest Candidate: ৬২২ কোটির মালিক! দ্বিতীয় দফার সবচেয়ে বড়লোক প্রার্থীর পরিচয় জানলে চমকে উঠবেন

Last Updated:
Richest Candidate: সকলের মধ্যে ধনী কে জানেন? কার সম্পদের পরিমাণই বা কম সবচেয়ে, দেখে নিন।
advertisement
1/7
৬২২ কোটির মালিক! দ্বিতীয় দফার সবচেয়ে বড়লোক প্রার্থীর পরিচয় জানলে চমকে উঠবেন
শুক্রবার দেশের ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি আসনে ভোটগ্রহণ। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের তিনটি আসন - দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট।
advertisement
2/7
২০১৯ সালের লোকসভা ভোটে এই ৮৮টি লোকসভা আসনের মধ্যে ৫২টিতে জিতেছিল বিজেপি। কংগ্রেস মাত্র ১৮টিতে। চলতি নির্বাচনে ফলাফল কী হয় তার দিকে নজর সকলরেই।
advertisement
3/7
আর দ্বিতীয় দফাতে রয়েছে কোটিপতি প্রার্থীদের ছড়াছড়ি। তবে, সকলের মধ্যে ধনী কে জানেন? কার সম্পদের পরিমাণই বা কম সবচেয়ে, দেখে নিন।
advertisement
4/7
গোটা দেশজুড়ে প্রার্থীরা যে হলফনামা জমা দিয়েছেন, তার ভিত্তিতে দ্বিতীয় দফার নির্বাচনে সবথেকে ধনী প্রার্থী হলেন কর্নাটকের কংগ্রেস প্রার্থী ভেঙ্কটরমন গৌড়া। তিনি স্টার চান্দ্রু নামেও পরিচিত। জাতীয় নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তাঁর সম্পত্তির পরিমাণ ৬২২ কোটি টাকা। এবারের নির্বাচনে তিনি এইচডি কুমারস্বামীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তিনি।
advertisement
5/7
দ্বিতীয় ধনী প্রার্থীও কংগ্রেসেরই। কর্নাটকের ডিকে সুরেশের মোট সম্পত্তির পরিমাণ ৫৯৩ কোটি টাকা। তাঁর দাদা ডিকে শিবকুমার কর্নাটকের বিধানসভা নির্বাচনের সবথেকে ধনী প্রার্থী ছিলেন। ডিকে সুরেশ বেঙ্গালুরু গ্রামীণ আসন থেকে তৃতীয়বারের প্রার্থী হয়েছেন।
advertisement
6/7
তৃতীয় ধনী প্রার্থী অবশ্য বিজেপির। তিনি আর কেউ নন, বিজেপি নেত্রী তথা অভিনেত্রী হেমা মালিনী। মথুরা লোকসভা আসন থেকে লড়ছেন তিনি। তাঁর সম্পত্তির পরিমাণ ২৭৮ কোটি টাকা।
advertisement
7/7
তবে, এই দফায় সবথেকে গরিব প্রার্থী হলেন নাগোরাও পাটিল। মহারাষ্ট্রের নান্দেদ আসন থেকে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন তিনি। জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তাঁর সম্পত্তি বলতে মোটে ৫০০ টাকা রয়েছে। স্থাবর-অস্থাবর সম্পত্তি নেই।
বাংলা খবর/ছবি/নির্বাচন/
Richest Candidate: ৬২২ কোটির মালিক! দ্বিতীয় দফার সবচেয়ে বড়লোক প্রার্থীর পরিচয় জানলে চমকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল