Lok Sabha Vote 2024: রাত পোহালেই লোকসভা ভোট...! বাংলায় ৭ দফার ভোট, কবে কোথায়? আপনার এলাকায় কবে? জেনে নিন সম্পূর্ণ ভোটের নির্ঘণ্ট
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Lok Sabha Vote 2024: দেশ জুড়ে শুক্রবার ১৯ এপ্রিল শুরু হতে চলেছে লোকসভা ভোট অর্থাৎ সাধারণ নির্বাচন। মোট ২১ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে শতাধিক নির্বাচনী কেন্দ্রে ভোট গ্রহণ হবে।
advertisement
1/11

দেশ জুড়ে শুক্রবার ১৯ এপ্রিল শুরু হতে চলেছে লোকসভা ভোট অর্থাৎ সাধারণ নির্বাচন। মোট ২১ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে শতাধিক নির্বাচনী কেন্দ্রে ভোট গ্রহণ হবে।
advertisement
2/11
বুধবার ছিল রাজনৈতিক দলগুলির প্রচারের শেষ দিন। শুক্রবার, ২১টি রাজ্যের মোট ১০২টি নির্বাচনী কেন্দ্রে ভোট গ্রহণ হবে। ২০২৪ এর লোকসভা নির্বাচন সাত দফায় অনুষ্ঠিত হবে। ১৯ শে এপ্রিল শুরু হয়ে ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ৪ জুন।
advertisement
3/11
রাজ্যেও লোকসভা ভোট শুরু হতে চলেছে প্রথম দফা থেকেই। নির্বাচন কমিশন নোটিফিকেশন জারি করে জানিয়ে দিয়েছে কবে কোথায় ভোট। আপনি যদি এখনও আপনার এলাকার ভোটের তারিখ না জেনে থাকেন তবে এই প্রতিবেদনটি আপনার জন্য।
advertisement
4/11
প্রথম দফার ভোট:- প্রথম দফায় ভোট হতে চলেছে ১৯শে এপ্রিল, ২০২৪ তারিখে। এদিন মোট তিনটি জায়গায় ভোট হতে চলেছে:- কোচবিহার,আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। ভোট গণনা হবে জুন মাসের ৪ তারিখে।
advertisement
5/11
দ্বিতীয় দফার ভোট:- দ্বিতীয় দফায় ভোট হতে চলেছে ২৬শে এপ্রিল, ২০২৪ তারিখে। এদিন মোট তিনটি জায়গায় ভোট হতে চলেছে:- দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে। ভোট গণনা হবে জুন মাসের ৪ তারিখে।
advertisement
6/11
তৃতীয় দফার ভোট:- তৃতীয় দফায় ভোট হতে চলেছে ৭ মে, ২০২৪ তারিখে। এদিন মোট চারটি জায়গায় ভোট হতে চলেছে:- উত্তর মালদহ, দক্ষিণ মালদহ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। ভোট গণনা হবে জুন মাসের ৪ তারিখে।
advertisement
7/11
চতুর্থ দফার ভোট:- চতুর্থ দফায় ভোট হতে চলেছে ১৩ মে, ২০২৪ তারিখে। এদিন মোট আটটি জায়গায় ভোট হতে চলেছে:- বহরমপুর, বোলপুর, বীরভূম, কৃষ্ণনগর, আসানসোল, রানাঘাট, পূর্ব বর্ধমান, বর্ধমান-দুর্গাপুর । ভোট গণনা হবে জুন মাসের ৪ তারিখে।
advertisement
8/11
পঞ্চম দফার ভোট:- পঞ্চম দফায় ভোট হতে চলেছে ২০শে মে, ২০২৪ তারিখে। এদিন মোট সাতটি জায়গায় ভোট হতে চলেছে:- বনগাঁ, ব্যারাকপুর, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, উলুবেড়িয়া, হাওড়া। ভোট গণনা হবে জুন মাসের ৪ তারিখে।
advertisement
9/11
ষষ্ঠ দফার ভোট:- ষষ্ঠ দফায় ভোট হতে চলেছে ২৫শে মে, ২০২৪ তারিখে। এদিন মোট আটটি জায়গায় ভোট হতে চলেছে:- পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর। ভোট গণনা হবে জুনের ৪ তারিখেই।
advertisement
10/11
সপ্তম দফার ভোট:- সপ্তম অর্থাৎ শেষ দফায় ভোট হতে চলেছে পয়লা জুন, ২০২৪ তারিখে। এদিন মোট নয়টি জায়গায় ভোট হতে চলেছে:- ডায়মন্ড হারবার, বসিরহাট, জয়নগর, দমদম, বারাসত, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর ও মথুরাপুর। ভোট গণনা হবে জুন মাসের ৪ তারিখে।
advertisement
11/11
প্রসঙ্গত উল্লেখ্য, কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১৯ এপ্রিল প্রথম দফায় বাংলা ছাড়াও ভোট হতে চলেছে অরুণাচল প্রদেশ, অসম, বিহার, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ মহারাষ্ট্র, মনিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে ভোটগ্রহণ চলবে প্রথম দফায়।