BJP Candidate Amrita Roy : ৫৫৪ কোটি ১০ লক্ষ ৮৩ হাজার ২৯৭ টাকা! এত সম্পত্তি কৃষ্ণনগর রাজবাড়ির! বিজেপি প্রার্থী অমৃতা রায়ের হলফনামার তথ্য চমকপ্রদ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Mainak Debnath
Last Updated:
Lok Sabha Elections 2024 : ৫৫৪ কোটি ১০ লক্ষ ৮৩ হাজার ২৯৭ টাকা সম্পত্তি রয়েছে তার স্বামী অর্থাৎ কৃষ্ণনগরের বর্তমান রাজার নামে।
advertisement
1/8

*প্রায় ৫৫০ কোটি টাকার সম্পত্তি রয়েছে কৃষ্ণনগরের রাজ পরিবার অর্থাৎ রাজার। তবে রানীমার সম্পত্তির ভাড়ার রয়েছে শূন্য। সেই সম্পদকে নিজের বলে দাবি করতে পারলেন না কৃষ্ণনগরের রানিমা তথা আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অমৃতা রায়। দাখিল করা মনোনয়নপত্রে নিজেই সে কথা জানিয়েছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী।
advertisement
2/8
*রাজ পরিবারে সমস্ত স্থাবর সম্পত্তি অমৃতা দেবী তার স্বামীর বলেই দাবি করেছেন। সূত্রের খবর, সব মিলিয়ে ৫৫৪ কোটি ১০ লক্ষ ৮৩ হাজার ২৯৭ টাকা সম্পত্তি রয়েছে তাঁর স্বামী অর্থাৎ কৃষ্ণনগরের বর্তমান রাজার নামে। যা নিয়ে ইতিমধ্যেই তুমুল চর্চা শুরু হয়েছে বিভিন্ন জায়গায়।
advertisement
3/8
*এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলগুলি শাসক দলের দাবি, এত সম্পত্তি থাকা সত্ত্বেও বর্তমান রাজ পরিবারের শহরের প্রতি কোন অবদান নেই। অবশ্য তার প্রত্যুত্তরে বিজেপি জানিয়েছেন কৃষ্ণনগর শহরে যা কিছু হয়েছে সবটাই রাজার দান করা জমিতে।
advertisement
4/8
*উল্লেখ্য লোকসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা হওয়ার পর সোমবার বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়নপত্র জমা দেন বিজেপি প্রার্থী অমৃতা দেবী। সেই মনোনয়নপত্রের সঙ্গে জমা দেন হলফনামা। আর সেই হলক নামাই নির্বাচন কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
advertisement
5/8
*হলফনামা প্রকাশ হতেই রাজ পরিবারের সম্পত্তির পরিমাণ দেখে ভিড়মি খেয়েছেন কৃষ্ণনগরবাসী। যদিও রানিমা জানিয়েছেন, তার কোনও স্থাবর সম্পত্তি নেই। স্বামী সৌমেশ চন্দ্র রায়ের নামে সমস্ত সম্পত্তি রয়েছে।
advertisement
6/8
*হলফনামা থেকে জানা গিয়েছে, রানিমার স্বামীর নামে নদিয়া জেলায় প্রায় ৩০ একর জমিতে ১৯টি প্লট রয়েছে। কলকাতায় ১.৩২ একর জমি রয়েছে। সব মিলিয়ে রানিমার স্বামীর নামে ৩১.৪ একর জমি রয়েছে। যার বাজার মূল্য ২৩৪ কোটি ৭৯ লক্ষ ৬ হাজার ৬২৭ টাকা।
advertisement
7/8
*কৃষ্ণনগরের রাজবাড়ির মূল্য ৩১৯ কোটি ২৬ লক্ষ ৭৬ হাজার ৬৭০ টাকা। সব মিলিয়ে টাকার অঙ্ক ৫৫০ কোটি ছাড়িয়ে যাচ্ছে।
advertisement
8/8
*হলফনামা অনুযায়ী রানিমার অস্থাবর সম্পত্তির পরিমাণ ১০ লক্ষ ৬৮ হাজার ৭৪৫ টাকা এবং অলংকার রয়েছে ৪৫ গ্রাম। সম্পত্তির পরিমাণ ১৪ লক্ষ ৫২ হাজার টাকা।