BJP: ফ্যাশন ছেড়ে এখন ব্যস্ত 'নেশনে', তুখোড় নেত্রী অগ্নিমিত্রা ঠিক কতটা বড়লোক? হইহই রব চারিদিকে
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Ranjan Chanda
Last Updated:
BJP: অগ্নিমিত্রা লাখপতি নাকি কোটিপতি? আসানসোল দক্ষিণের বিধায়কের উপর ভরসা রেখেছে বিজেপি। মেদিনীপুর থেকে দিলীপ ঘোষের জয়ী আসনে অগ্নিমিত্রাকে মনোনীত করে জুনের বিরুদ্ধে লড়তে দিয়েছে ভারতীয় জনতা পার্টি।
advertisement
1/8

*বয়স ৫১ হলেও তিনি তুখোড় নেত্রী। কখনও পুলিশকে চোখ রাঙানি, আবার কখনও পায়ে হেঁটে প্রচার। ভোটের আগে নতুন কেন্দ্রে যেন চেনা ছন্দে দেখা গেছে বিজেপির মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পালকে। সম্প্রতি তিনি তার মনোনয়ন দাখিল করেছেন মেদিনীপুর জেলাশাসকের কার্যালয়ে। মনোনয়ন পত্রে জমা দিয়েছেন তার সম্পত্তির হিসেব নিকেশ। প্রতিবেদনঃ রঞ্জন চন্দ। ফাইল ছবি।
advertisement
2/8
*অগ্নিমিত্রা লাখপতি নাকি কোটিপতি? আসানসোল দক্ষিণের বিধায়কের উপর ভরসা রেখেছে বিজেপি। মেদিনীপুর থেকে দিলীপ ঘোষের জয়ী আসনে অগ্নিমিত্রাকে মনোনীত করে জুনের বিরুদ্ধে লড়তে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। জেনে নিন তার আয় ব্যয়ের খুঁটিনাটি। ফাইল ছবি।
advertisement
3/8
*অগ্নিমিত্রা পালের ২০১৮-১৯ অর্থবর্ষে আয় ১৭ লক্ষ ৬৮ হাজার ৫৬০ টাকা, ২০১৯-২০ অর্থবর্ষে ২১ লক্ষ ৯৪ হাজার ৮৪০ টাকা, ২০২০-২১ অর্থবর্ষে তাঁর এ কমে হয় ৭ লক্ষ ৩৯ হাজার ২৪০ টাকা, ২০২১-২২ অর্থ বর্ষে কমে তার আয়ের পরিমাণ দাঁড়ায় ৬ লক্ষ ২৪ হাজার ১৮২ টাকা এবং ২০২২-২৩ অর্থবর্ষে সেই টাকার পরিমাণ বেড়ে হয় ১০ লক্ষ ৮১ হাজার ২২০ টাকা। ফাইল ছবি।
advertisement
4/8
*তাঁর স্বামী পার্থ পাল অবশ্য কোটিপতি মানুষ। হলফনামা অনুযায়ী জানা গিয়েছে, অগ্নিমিত্রার স্বামীর ২০১৮-১৯ অর্থবর্ষে আয় ১ কোটি ২৩ লক্ষ ৫৫ হাজার ৪০ টাকা, ২০১৯-২০ অর্থবর্ষে তাঁর আয় ১ কোটি ২৮ লক্ষ ১৪ হাজার ৩০০ টাকা। অগ্নিমিত্রা পালের দুই ছেলে বিঘ্নেশ পাল এবং সিদ্ধেশ পাল। ফাইল ছবি।
advertisement
5/8
*নির্বাচনী হলফনামা অনুযায়ী, অগ্নিমিত্রা পালের নামে এগরা থানা, মেদিনীপুর কোতোয়ালি থানা, বিষ্ণুপুর থানা, বারাসাত থানা, আসানসোল দক্ষিণ থানা, বারাবানি থানা, হিরাপুর, ময়না, বীরভূম সাইবার ক্রাইম, তমলুক, তালতলা থানায় একাধিক কেস রয়েছে। ফাইল ছবি।
advertisement
6/8
*বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের হলফনামায় জানানো হয়েছে, তাঁর হাতে রয়েছে ৪৩ হাজার ৩৯১ টাকা। ব্যাংকের ফিক্সড ডিপোজিট, সেভিংস ব্যালেন্স, গোল্ড বন্ড, মিউচুয়াল ফান্ড, শেয়ারে ইনভেস্ট, লাইফ ইন্সুরেন্স, মেডিকেল ইন্সুরেন্স এবং ৩৬ লক্ষ ৭৩ হাজার ৪৪৯ টাকার গয়না সবমিলিয়ে প্রার্থী অগ্নিমিত্রা পালের রয়েছে ১ কোটি ৩৫ লক্ষ ৫৭ হাজার ৭৬৪ টাকার সম্পত্তি। ফাইল ছবি।
advertisement
7/8
*অগ্নিমিত্রা পালের নামে নিউটাউনে রয়েছে একটি ফ্ল্যাট, যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ২৮ লক্ষ ৭৫ হাজার ২৬ টাকা। এছাড়াও তাকে পরিশোধ করতে হবে ১ কোটি ২০ লক্ষ ১১ হাজার ২৭০ টাকা। যদিও অগ্নিমিত্রার নেই কোনও ব্যক্তিগত গাড়ি। ফাইল ছবি।
advertisement
8/8
*দিলীপ ঘোষের জয়ী লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে অগ্নিমিত্রা পালকে। লোকসভা নির্বাচনে জয়লাভ করে মেদিনীপুর লোকসভা কেন্দ্রনরেন্দ্র মোদীকে উপহার দিতে চান তিনি। কেন্দ্রে তৃণমূলের বিরুদ্ধে লড়াই যে বেশ হাড্ডাহাড্ডি হবে তা বলার অপেক্ষা রাখে না। ফাইল ছবি।