Bihar Assembly Election 2025: পুকুরে জাল ফেলছেন রাহুল! জেলেদের মাঝে কোমর জলে দাঁড়িয়ে বুঝিয়ে দিলেন বিহার রাজনীতির সূক্ষ্ম অঙ্ক
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
২০১৪ লোকসভা নির্বাচনের আগে বিহারের জনজাতির অন্যতম মুখ হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই বেছে নিয়েছিলেন মুকেশ সাহানিকে৷ কিন্তু, নির্বাচন পরবর্তীকালে পিছিয়ে পড়া গোষ্ঠীর জন্য দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করার অভিযোগ তুলে বিজেপি ছাড়েন সাহানি৷
advertisement
1/7

পটনা: পরনে সেই চেনা সাদা টি-শার্ট, কালো ট্রাউজার্স৷ জেলে নৌকো বেয়ে ঘাট থেকে একটু খানি গভীর জলে এসে দিলেন ঝাঁপ৷ রবিবার বেগুসরাইয়ের জেলেদের সঙ্গে, পাশাপাশি কোমর জলে দাঁড়িয়ে তুললেন ছবিও৷ বিহারের লেনিনগ্রাদ বেগুসরাই চাক্ষুষ করল, কাছে পেল ইন্দিরা গান্ধির নাতি রাহুল গান্ধিকে৷ অন্যরূপে৷ অন্যভাবে৷ মজার বিষয় হচ্ছে, ২০২৫ এর বিহার বিধানসভা নির্বাচনে বিরোধী মহাগঠবন্ধন জোটে কংগ্রেসের পাশেই রয়েছে সিপিআই,সিপিআইএম, সিপিআইএমএল-এর মতো বাম দলগুলি৷
advertisement
2/7
জেলেদের সঙ্গে কোমর জলে নামা নিয়ে সোমবার রাহুল গান্ধির ‘ত্যাজ্য পুত্র’ তেজপ্রতাপ৷ এনডিএ জোটের নেতারাও এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি৷ কিন্তু, জেলেদের সঙ্গে রাহুল গান্ধির এই সময় কাটানো, তাঁদের কাছে গিয়ে দাঁড়ানো এই সমস্ত কিছুর মধ্যেই সূক্ষ্ম রাজনৈতিক মেধা লুকিয়ে রয়েছে বলে মনে করছেন রাজনীতির কারবারিরা৷
advertisement
3/7
এদিন রাহুল গান্ধির পাশে দেখা গিয়েছে বিকাশশীল ইনসান পার্টি, ভিআইপি দলের প্রতিষ্ঠাতা মুকেশ সাহানিকে৷ যে মুকেশ বিরোধী মহাগঠবন্ধন জোটের উপ মুখ্যমন্ত্রী মুখও৷ জেলে (মাল্লা) পরিবারে জন্ম৷ নিজেকে ‘মাল্লার ছেলে’ বলতেই গর্ববোধ করেন তিনি৷ ভোটের অঙ্ক অনুযায়ী, এই ‘মাল্লা’ বিহারের জনসংখ্যার ২.৫ শতাংশ৷ আর ‘মাল্লা’, ‘নিষাদ’, ‘সাহানি’ পিছিয়ে পড়া জনজাতির এই গোষ্ঠীগুলি একত্রিত ভাবে বিহারের ভোটারের ৯ শতাংশ৷
advertisement
4/7
২০১৪ লোকসভা নির্বাচনের আগে বিহারের জনজাতির মুখ হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই বেছে নিয়েছিলেন মুকেশ সাহানিকে৷ কিন্তু, নির্বাচন পরবর্তীকালে পিছিয়ে পড়া গোষ্ঠীর জন্য দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করার অভিযোগ তুলে বিজেপি ছাড়েন সাহানি৷ ক্রমে গড়ে তোলেন নিজের দল৷ গোটা উত্তর বিহারেরই জেলেদের উপরেই রয়েছে মুকেশ সাহানির প্রভাব৷ তাই সাহানিকে পাশে নিয়ে জেলেদের সঙ্গে জলে নেমে বিরোধী শিবিরের সেই নৈকট্যের বার্তাই দিতে চেয়েছেন রাহুল৷
advertisement
5/7
পাশাপাশি, কংগ্রেস নেতা কানহাইয়া কুমারকেও এদিন দেখা গিয়েছে রাহুল গান্ধির পাশে৷ কানহাইয়ার স্ট্রংহোল্ড বলে পরিচিত এই বেগুসরাই৷ কারণ তিনি বেগুসরাইয়েরই ভূমিপুত্র৷ ২০১৯ লোকসভা নির্বাচনে এখান থেকেই সিপিআই-এর প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি৷ পরে অবশ্য তিনি দলত্যাগ করে কংগ্রেসে যোগদান করে৷
advertisement
6/7
এদিন মুকেশ সাহানির সোশ্যাল মিডিয়া পোস্টে মৎস্যজীবী সম্প্রদায়ের প্রতি ইন্ডিয়া ব্লকের প্রতিশ্রুতিগুলিও তুলে ধরা হয়েছে৷ সোশ্যাল মিডিয়া পোস্টটিতে ভারত ব্লকের প্রতিশ্রুতিগুলিও তুলে ধরা হয়েছে৷ যেমন মৎস্য চাষের জন্য বিমা প্রকল্প এবং "জুন, জুলাই আর অগাস্ট" মাসের জন্য প্রতিটি জেলে পরিবারকে ৫,০০০ টাকা আর্থিক সহায়তা, যে সময়কালে মাছ ধরা নিষিদ্ধ। মৎস্য চাষে দেশে চতুর্থ বিহার৷
advertisement
7/7
রাহুল গান্ধি জানিয়েছেন, বিহারের মৎস্যজীবীরা সে রাজ্যের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ৷ তাই ওঁদের অধিকার এবং সম্মানের জন্য প্রতি পদে ওঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি৷