Adhir Chowdhury: স্কুলের গণ্ডি পেরিয়েছিলেন অধীর? স্থাবর সম্পত্তি 'শূন্য'! স্ত্রী কোটি কোটির মালিক, রইল হলফনামার চমকে দেওয়া হিসেব
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Adhir Chowdhury Property Money: অধীর রঞ্জন চৌধুরীর নামে মোট ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এবং তার স্ত্রীর নামে রয়েছে মোট ৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। রয়েছে লক্ষ লক্ষ টাকা, গয়না, গাড়ি, বাড়ি, জমি।
advertisement
1/8

*১৯৯৯ সাল থেকে মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরী ছাড়া অন্য কেউ দাগ কাটতে পারেননি। পরপর পাঁচ বছর একই লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদে গিয়েছেন তিনি। আর এবার ষষ্ঠবারের জন্য ওই কেন্দ্র থেকেই সাংসদ হওয়ার দৌঁড়ে বুধবার ঢাকঢোল পিটিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তিনি। প্রতিবেদনঃ কৌশিক অধিকারী।
advertisement
2/8
*মনোনয়নপত্র জমা দেওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনের নিয়ম মেনে অধীর রঞ্জন চৌধুরী জমা দিয়েছেন হলফনামা। যে হলফনামা থেকেই তার এবং তার পরিবারের সদস্যদের মোট সম্পত্তির পরিমাণ থেকে শুরু করে পাঁচবারের সাংসদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কেও জানা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক অধীর রঞ্জন চৌধুরী কত টাকার মালিক এবং তার শিক্ষাগত যোগ্যতা কতদূর? সংগৃহীত ছবি।
advertisement
3/8
*অধীর রঞ্জন চৌধুরী ২০২৩-২৪ অর্থবর্ষ পর্যন্ত শেষ পাঁচ অর্থবর্ষে যথাক্রমে রোজগার করেছেন ১৫ লক্ষ ২৩ হাজার ৮৮৫ টাকা, ১৪ লক্ষ ৪৭ হাজার ৩৮০ টাকা, ১৪ লক্ষ ৫ হাজার ৪৮০ টাকা, ২১ লক্ষ ৫৭ হাজার ৬০০ টাকা এবং ৯ লক্ষ ৫৭ হাজার ২০০ টাকা। সংগৃহীত ছবি।
advertisement
4/8
*স্ত্রী অতসী চ্যাটার্জী চৌধুরী শেষ পাঁচ বছরে যথাক্রমে রোজগার করেছেন ১৫ লক্ষ ৩৭ হাজার ৬৩৫ টাকা, ৩ লক্ষ ৩৯ হাজার ৩৫০ টাকা, ২ লক্ষ ৮৩ হাজার ৭৪০ টাকা, ৬ লক্ষ ২৭ হাজার ৭০০ টাকা এবং ১১ লক্ষ ৫৬ হাজার ১১০ টাকা। সংগৃহীত ছবি।
advertisement
5/8
*অধীর রঞ্জন চৌধুরীর নামে মোট ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এবং তার স্ত্রীর নামে রয়েছে মোট ৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এ ছাড়াও দু'জনের নামেই দুটি করে পিপিএফ-সহ অন্য খাতে বিনিয়োগ রয়েছে। অধীর রঞ্জন চৌধুরীর নামে রয়েছে একটি গাড়ি এবং তার স্ত্রীর নামে রয়েছে দুটি গাড়ি। সংগৃহীত ছবি।
advertisement
6/8
*অধীরের স্ত্রীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৬৪ লক্ষ ৪১ হাজার ১৪৪.৫২ টাকা। তার সন্তানের নামে থাকা মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৬ লক্ষ ৯২ হাজার ৮৪ টাকা। অধীর রঞ্জন চৌধুরীর নামে কোন চাষযোগ্য অথবা অচাষযোগ্য জমি নেই, নিজের নামে নেই কোনও বাড়ি। সংগৃহীত ছবি।
advertisement
7/8
*তবে অচাষযোগ্য জমি সহ বেশ কিছু সম্পত্তি রয়েছে তার স্ত্রী ও সন্তানের নামে। এ ক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরীর স্থাবর সম্পত্তির পরিমাণ শূন্য হলেও তার স্ত্রীর নামে রয়েছে ২ কোটি ৭৮ লক্ষ ৪০ হাজার টাকা এবং সন্তানের নামে রয়েছে ৪৯ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি। এছাড়াও নিজের নামে কোনও লোন না থাকলেও তার স্ত্রীর নামে বাড়ির জন্য ২৪ লক্ষ ৬২ হাজার ৬৩২ টাকার লোন রয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
8/8
*অধীর রঞ্জন চৌধুরী হলফনামায় উল্লেখ করেছেন নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে। যেখানে তিনি জানিয়েছেন, ১৯৭০ সালে বহরমপুরের গোরাবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউট থেকে তিনি নবম শ্রেণি পাশ করেছিলেন। সংগৃহীত ছবি।