TRENDING:

UGC: বিরাট খবর! অধ্যাপক নিয়োগে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র? লাগবে না ডক্টরেট!

Last Updated:
UGC: এবার পিএইচডি ছাড়াও, কেবলমাত্র পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতেও অধ্যাপক নিয়োগ করার বিষয়ে ভাবছে নরেন্দ্র মোদি সরকার।
advertisement
1/5
বিরাট খবর! অধ্যাপক নিয়োগে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র? লাগবে না ডক্টরেট!
কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগের নিয়মে এবার সংস্কার আনতে চলেছে মোদি সরকার? সূত্র মারফৎ খবর, শিল্পক্ষেত্রের পেশাদার, বিশেষজ্ঞদের অধ্যাপক হিসাবে নিয়োগ করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। অর্থাত্ এবার পিএইচডি ছাড়াও, কেবলমাত্র পেশাদারি অভিজ্ঞতার ভিত্তিতেও নিয়োগ করার বিষয়ে ভাবছে নরেন্দ্র মোদি সরকার।
advertisement
2/5
ভারতে এই রীতি নতুন হলেও ইউরোপ, আমেরিকার নাম করা বিশ্ববিদ্যালয়গুলিতে এই রীতি মেনে অধ্যাপক নিয়োগ হয়ে থাকে। সেখানে পেশাদার অভিজ্ঞতার ভিত্তিতে অধ্যাপক নিয়োগ করা হয়। এতে যে সুফল পাওয়া যায়, তা হল পুঁথিগত বিদ্যার পাশাপাশি বাস্তব জগতের অভিজ্ঞতাও পান পড়ুয়ারা।
advertisement
3/5
কেন্দ্রীয় সরকার চাইছে, অধ্যাপক হতে পিএইচডি মানদণ্ড হবে না। কারণ থিওরি ও প্র্যাকটিকাল কাজের অভিজ্ঞতার মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। সেই অভিজ্ঞতাই ওই অধ্যাপকরা পড়ুয়াদের কাছে পৌঁছে দিতে সফল হবেন।
advertisement
4/5
কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, এই বিষয়টি ঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ইউজিসি বর্তমান নিয়ম সংশোধন করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করবে।
advertisement
5/5
বৃহস্পতিবার ইউজিসি চেয়ারপার্সন জগদেশ কুমার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের (ভিসি) সঙ্গে বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকেই প্রস্তাবটি নিয়ে আলোচনা হয়।
বাংলা খবর/ছবি/চাকরি ও শিক্ষা/
UGC: বিরাট খবর! অধ্যাপক নিয়োগে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র? লাগবে না ডক্টরেট!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল