TRENDING:

Swami Vivekananda Scholarship: স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জরুরি আপডেট, বৃত্তির টাকা পেতে দিতে হবে এই সার্টিফিকেট! অবশ্যই জানুন

Last Updated:
Swami Vivekananda Scholarship: এবার থেকে পড়ুয়াদের রিনিউয়াল আবেদন করার সময় নতুন একটি সার্টিফিকেট আপলোড করতে হবে। যার নাম SVMCM Utilization Certificate। কোথায় কীভাবে জমা জানুন...
advertisement
1/8
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জরুরি আপডেট, বৃত্তির টাকা পেতে দিতে হবে সার্টিফিকেট! জানুন
স্কুল ও কলেজ পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে এল বড় আপডেট। ২কয়েকদিন আগেই বিকাশ ভবনের তরফ থেকে নোটিস দিয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতুন ও রিনিউয়াল আবেদন গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে।
advertisement
2/8
এবার থেকে পড়ুয়াদের রিনিউয়াল আবেদন করার সময় নতুন একটি সার্টিফিকেট আপলোড করতে হবে। যার নাম SVMCM Utilization Certificate।
advertisement
3/8
কোথায় এই সার্টিফিকেট পাওয়া যাবে? কীভাবে সার্টিফিকেটটা তৈরি করবেন? জেনে নিন...
advertisement
4/8
বিগত বছর থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের রিনিউয়াল আবেদনের সময় SVMCM Utilization Certificate আবশ্যিক ছিল না। কিন্তু এই বছর থেকে সেটি আবশ্যিক করা হয়েছে।
advertisement
5/8
অনেক সময়ই পড়ুয়ারা একাধিক কোর্স করে থাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে। ছাত্রছাত্রীরা যাতে একবারই স্কলারশিপ পায়, রিনিউয়াল আবেদনের সময় স্কুল বা কলেজের ভেরিফিকেশন হিসেবে এই সার্টিফিকেটটি কাজ করবে।
advertisement
6/8
সর্বোপরি ওই পড়ুয়া ঠিক ভাবে ক্লাস করছে কি না, ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা পড়াশোনার ক্ষেত্রে কাজে ব্যবহার হচ্ছে কিনা, খরচ হচ্ছে কিনা সেটির জন্যই এই সার্টিফিকেট জমা করতে হবে।
advertisement
7/8
স্কলারশিপ Renewal আবেদন করার সময় ডকুমেন্ট আপলোড সেকশনে উপরে 'Download Utilization Certificate' অপশন থাকবে সেটিতে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে নিতে হবে।
advertisement
8/8
প্রিন্ট নিয়ে রাখতে হবে ফর্মের। স্কুল বা কলেজের প্রধান শিক্ষকের সই ও এটেস্টেড করাতে হবে। এরপর স্কলারশিপের ডকুমেন্ট আপলোড সেকশনে সার্টিফিকেট আপলোড করতে হবে।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
Swami Vivekananda Scholarship: স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জরুরি আপডেট, বৃত্তির টাকা পেতে দিতে হবে এই সার্টিফিকেট! অবশ্যই জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল