WBCS এক্সিকিউটিভে ১৬তম র্যাঙ্ক! প্রান্তিক এলাকায় তিনিই এখন 'অনুপ্রেরণা'! গোয়ালপুকুরের গর্ব ওয়াসিম আক্রম
- Reported by:Ricktik Bhattacharjee
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
ডাব্লু বিসিএস এক্সিকিউটিভ সার্ভিসে ১৬তম র্যাঙ্ক পেয়ে গোয়ালপুকুর–টু ব্লক ও উত্তর দিনাজপুরের গর্ব হয়ে উঠলেন ওয়াসিম আক্রম, তাঁর সাফল্যে এলাকায় উৎসবের আবহ!
advertisement
1/5

উত্তর দিনাজপুর, ঋত্বিক ভট্টাচার্য : ডাব্লু বিসিএস এক্সিকিউটিভ সার্ভিসে ১৬তম র‍্যাঙ্ক অর্জন করে গোয়ালপুকুর–টু ব্লক তথা উত্তর দিনাজপুর জেলার নাম উজ্জ্বল করলেন ওয়াসিম আক্রম। এই সাফল্যে খুশির হাওয়া বইছে গোটা এলাকাজুড়ে। রামকৃষ্ণপুর পিটিজিএম হাই স্কুলের প্রাক্তন ছাত্র ওয়াসিমের এই কৃতিত্ব শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং প্রান্তিক এলাকা থেকে উঠে আসা অসংখ্য তরুণের কাছে এক বড় অনুপ্রেরণা।
advertisement
2/5
এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া ওয়াসিম আক্রম বেড়ে উঠেছেন শিক্ষার দিক থেকে পিছিয়ে থাকা এক এলাকায়। সীমিত সুযোগ-সুবিধা, আর্থিক টানাপোড়েন ও নানা প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে গিয়েছেন তিনি। লক্ষ্য ছিল স্পষ্ট—নিজের পরিশ্রমের মাধ্যমে প্রশাসনিক পরিষেবায় যুক্ত হয়ে সমাজের জন্য কিছু করার। সেই লক্ষ্যকে সামনে রেখেই বছরের পর বছর কঠোর প্রস্তুতি চালিয়ে গেছেন ওয়াসিম।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
ডাব্লু বিসিএস পরীক্ষায় সাফল্য সহজ নয়, বিশেষ করে গ্রুপ–এ সার্ভিসে পরপর দু’বার জায়গা করে নেওয়া এক বিরল কৃতিত্ব। অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা ও আত্মবিশ্বাসের জোরেই এই কঠিন পথ পেরিয়ে এসেছেন ওয়াসিম। তাঁর এই সাফল্য প্রমাণ করে দেয়, সঠিক পরিকল্পনা ও অদম্য ইচ্ছাশক্তি থাকলে প্রতিকূলতাও হার মানতে বাধ্য।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
নিজের সাফল্য সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে ওয়াসিম আক্রম বলেন, “এই সাফল্য একার নয়। আমার পরিবার, শিক্ষক এবং যাঁরা প্রতিনিয়ত আমাকে সাহস ও ভরসা জুগিয়েছেন, তাঁদের অবদান ছাড়া এটা সম্ভব হত না। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমি কখনও হাল ছাড়িনি, শুধু নিজের উপর বিশ্বাস রেখেছি।”ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
ওয়াসিম আক্রমের এই সাফল্যে পরিবার-পরিজন, শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসীর মধ্যে উৎসাহ ও গর্বের আবহ তৈরি হয়েছে। তাঁর এই কৃতিত্ব আগামী দিনে গোয়ালপুকুর ও উত্তর দিনাজপুর জেলার আরও বহু তরুণকে প্রশাসনিক পরিষেবায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলেই মনে করছেন সকলে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য