SSC Exam: ২০২৫ সালের এসএসসি পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হাইকোর্টের! ২০১৬ সালের পরীক্ষা নিয়েও সমালোচনা
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
SSC Exam: সুপ্রিম কোর্টের আদেশকে সামনে রেখে এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশকে মান্যতা দিয়েই নিয়োগ প্রক্রিয়া ২০২৫ তৈরি।
advertisement
1/5

কলকাতা: ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় 'যোগ্য'দের বাদ পড়া নিয়ে সরব কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে ২০১৬ সালের পরীক্ষার্থীদের অনেকের বাদ পড়া নিয়েও এসএসসি'র সমালোচনা করল আদালত।
advertisement
2/5
২০১৬ যোগ্যদের কীভাবে কমিশন নিয়োগে উপযোগী (অ্যাকোমোডেট) করবে?এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় এমনভাবে এলিজিবিলিটি স্কোর, চাকরির বয়স নির্ধারণ করেছে কিছু পরীক্ষার্থী নিয়োগ প্রক্রিয়া থেকেই ছিটকে যাচ্ছে? মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার।
advertisement
3/5
সুপ্রিম কোর্টের আদেশকে সামনে রেখে এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশকে মান্যতা দিয়েই নিয়োগ প্রক্রিয়া ২০২৫ তৈরি। আদালতে এমনই জানান অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত।
advertisement
4/5
২০২৫ সালের পরীক্ষায় অনেক আগের পরীক্ষার্থী বসতেই পারেনি। ফের মন্তব্য করেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি জানান, সুপ্রিম কোর্ট ডেডলাইন দিয়েছে, তা হাইকোর্ট পরিবর্তন করতে পারে না।
advertisement
5/5
২০২৫-এর এসএসসি বিধি হতে পারে খারাপ। তা হলেও ২০১৬ সালের বিধি পুনরজ্জীবন পেয়ে যায় না। ২০২৫ বিধি বাতিল হয়ে গেলেও ২০১৬, ২০১৯ নিয়োগ পুনরজ্জীবন পায় না। এমনই জানান অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত।