TRENDING:

School Holiday August 2024 List: স্কুল পড়ুয়াদের জন্য বড় সুখবর..! আগামী সপ্তাহে পাঁচ পাঁচদিন ছুটি? চেক করে নিন তালিকা

Last Updated:
School Holiday August 2024 List: অগাস্ট মাসে দেশ জুড়ে কিছু বিশেষ ছুটির পাশাপাশি একটি লং উইকেন্ড বা দীর্ঘ সপ্তাহান্তও রয়েছে। অগাস্টে পালিত হয় বিশেষ একাধিক দিন যার মধ্যে রয়েছে, স্বাধীনতা দিবস, রাখিবন্ধন ও জন্মাষ্টমী। দেখে নেওয়া যাক কোন কোন দিন রয়েছে ছুটি। দেখে নিন ছুটি মিলিয়ে কী ভাবে প্ল্যান করতে পারেন আপনার হলিডে।
advertisement
1/14
স্কুল পড়ুয়াদের জন্য বড় সুখবর! আগামী সপ্তাহে পাঁচ-পাঁচদিন ছুটি? চেক করুন তালিকা
সবেমাত্র শেষ হয়েছে অগাস্ট মাসের প্রথম সপ্তাহ। এবার মাসের দ্বিতীয় সপ্তাহেই একটানা ছুটি পেতে চলেছেন বিভিন্ন দফতরের কর্মচারী-সহ স্কুল পড়ুয়ারা। বিস্তারিত জানতে দেখে নিন এই প্রতিবেদনটি।
advertisement
2/14
গত জুলাই মাস পর্যন্ত সেভাবে সরকারি কোনও ছুটি না থাকলেও অগাস্ট মাসে কিন্তু অনেকগুলি সরকারি ছুটি রয়েছে। যা সরকারি কর্মচারীদের জন্য নিঃসন্দেহে সুসংবাদ। এই ছুটির তারিখগুলিতে বিভিন্ন সরকারি দফতর-সহ রাজ্যের স্কুল কলেজেও ছুটি থাকবে।
advertisement
3/14
এছাড়া সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতেও ছুটি থাকবে এই দিনগুলিতে। ব্যাঙ্কের বিভিন্ন কাজের প্রয়োজনে অনেক মানুষই নিয়মিত ব্যাঙ্কে যাতায়াত করেন। তাই ব্যাঙ্কের ছুটির তারিখগুলিও জেনে রাখা অত্যন্ত প্রয়োজন।
advertisement
4/14
অগাস্ট মাসে দেশ জুড়ে কিছু বিশেষ ছুটির পাশাপাশি একটি লং উইকেন্ড বা দীর্ঘ সপ্তাহান্তও রয়েছে। অগাস্টে পালিত হয় বিশেষ একাধিক দিন যার মধ্যে রয়েছে, স্বাধীনতা দিবস, রাখিবন্ধন ও জন্মাষ্টমী। দেখে নেওয়া যাক কোন কোন দিন রয়েছে ছুটি। দেখে নিন ছুটি মিলিয়ে কী ভাবে প্ল্যান করতে পারেন আপনার হলিডে।
advertisement
5/14
অগাস্ট লং উইকএন্ড ২০২৪: উৎসব এবং ছুটির দিক থেকে বছরের অষ্টম মাসটি খুবই গুরুত্বপূর্ণ। যদিও বহু রাজ্যে অবিরাম বৃষ্টির কারণে স্কুল বন্ধ এবং অফিসে বাড়ি থেকে কাজ করার সুবিধা দেওয়া হয়েছে। তবে আগামী সপ্তাহটি কিন্তু স্কুল পড়ুয়া থেকে শুরু করে ব্যাঙ্ক কর্মচারী সবার জন্যই বিশেষ খুশির হতে চলেছে।
advertisement
6/14
কারণ আগামী সপ্তাহে একটু চেষ্টা করলেই আপনি চাইলে টানা ৫ দিনের ছুটি অর্থাৎ লম্বা উইকএন্ড উপভোগ করতে পারবেন।
advertisement
7/14
অগাস্টের এই সপ্তাহান্তেই শুরু হবে লম্বা ছুটি। চলতি সপ্তাহেই ১৫ আগস্ট, স্বাধীনতা দিবস। চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহে কবে এবং কীভাবে লং উইকেন্ড প্ল্যান করা যায়।
advertisement
8/14
আগস্ট ২০২৪ ছুটির তালিকা: ১৫-১৯ অগাস্ট ছুটির ক্যালেন্ডারএই সপ্তাহে ১৫ অগাস্ট (বৃহস্পতিবার) থেকে হতে চলেছে দারুণ ছুটির সূচনা। একটু চেষ্টা করলে এটি একটি লং উইকেন্ড হিসাবে চালিয়ে নেওয়া যেতে পারে। জেনে নিন কী ভাবে-
advertisement
9/14
১৫ অগাস্ট ২০২৪- স্বাধীনতা দিবস, বৃহস্পতিবার (স্বাধীনতা দিবস ২০২৪)১৬ অগাস্ট ২০২৪- শুক্রবার (যদি ছুটি নেওয়া যায়) ১৭ অগাস্ট ২০২৪- শনিবার ১৮ অগাস্ট ২০২৪- রবিবার ১৯ অগাস্ট ২০২৪- রাখি বন্ধন, সোমবার (২০২৪)
advertisement
10/14
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বেশিরভাগ স্কুল এবং অফিস বন্ধ থাকে। কোথাও কোনও কর্মসূচি থাকলেও অর্ধদিবস ছুটি দেওয়া হয়। এমন পরিস্থিতিতে টানা হলিডে পেতে শুধুমাত্র ১৬ অগাস্ট অর্থাৎ শুক্রবার ছুটির আবেদন করতে হবে।
advertisement
11/14
এরপর ১৭ ও ১৮ অগাস্ট শনি-রবিবার অধিকাংশ স্কুল-কলেজ, ব্যাঙ্ক ও অফিস বন্ধ থাকে। এরপর ১৯ অগাস্ট (সোমবার) রাখিবন্ধন উপলক্ষে স্কুল বন্ধ থাকবে।
advertisement
12/14
২৪ অগাস্ট মাসের চতুর্থ শনিবার হওয়ার কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।২৫ অগাস্ট রবিবার হওয়ার কারণে সমস্ত সরকারি প্রতিষ্ঠান-সহ স্কুল কলেজ বন্ধ থাকবে। ২৬ অগাস্ট সোমবার জন্মাষ্টমী উপলক্ষে দেশব্যাপী ছুটি থাকবে।
advertisement
13/14
উপরের এই ছুটির তালিকা দেখে বোঝা যাচ্ছে অগাস্ট মাসে দুই দু'বার টানা দুই তিন দিন করে ছুটি থাকছে। অর্থাৎ আগস্ট মাসে রাজ্যের বিভিন্ন সরকারি কর্মচারী, বিভিন্ন ব্যাঙ্ক কর্মচারী এবং স্কুল, কলেজের পড়ুয়ারা পেতে চলেছেন টানা ছুটি।
advertisement
14/14
উপরক্ত ছুটিগুলি দেশের বেশিরভাগ স্কুলে দেওয়া হলেও এগুলি ছাড়াও স্কুল-কলেজ ও শিক্ষা প্রতিষ্টানগুলি নিজেদের নিয়ম মতো কিছু ছুটি পড়ুয়াদের দিয়ে থাকেন। তাই অভিভাবকদের এই তালিকার পাশাপাশি স্কুলের ডায়েরি দেখারও পরামর্শ দেওয়া হচ্ছে।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
School Holiday August 2024 List: স্কুল পড়ুয়াদের জন্য বড় সুখবর..! আগামী সপ্তাহে পাঁচ পাঁচদিন ছুটি? চেক করে নিন তালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল