TRENDING:

Success Stories:কুঁড়েঘরে টিউশন পড়িয়ে শুরু, আজ হাজার কোটি টাকার সংস্থার মালিক! দেশের সবচেয়ে 'ধনী' শিক্ষক তিনিই!

Last Updated:
Richest teacher in India Physics Wallah founder: এক সময় বাড়ি বিক্রি করে কুঁড়েঘরে থাকতে হয়েছে, টিউশন পড়িয়ে কোনও রকমে সংসার চালাতে হয়েছে। সেই মানুষটিই আজ হাজার হাজার কোটি টাকার সংস্থার প্রতিষ্ঠাতা এবং দেশের অন্যতম ধনী শিক্ষক। শিক্ষাক্ষেত্রে তাঁর এই অনন্য যাত্রা আজ লক্ষ লক্ষ পড়ুয়া ও তরুণের কাছে অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।
advertisement
1/7
কুঁড়েঘরে টিউশন পড়িয়ে শুরু, আজ হাজার কোটি টাকার মালিক! দেশের সবচেয়ে 'ধনী' শিক্ষক তিনিই!
ঘর বিক্রি করে কুঁড়েঘরে থাকা, টিউশন পড়িয়ে শুরু—আজ হাজার কোটি টাকার সংস্থার মালিক; দেশের সবচেয়ে ধনী শিক্ষক আলখ পাণ্ডে! কী করে? শুনুন সেই সত্যি গল্প।
advertisement
2/7
সংগ্রাম থেকেই সাফল্যের শিখরে ওঠার এক অনন্য দৃষ্টান্ত গড়েছেন আলখ পাণ্ডে। উত্তরপ্রদেশ সরকারের তরফে তাঁকে ‘ইউপি গৌরব সম্মান’-এ সম্মানিত করা হয়েছে। উদ্ভাবনী চিন্তাভাবনা, শিক্ষাক্ষেত্রে নতুন পথ দেখানো এবং দেশের জন্য অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মান। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন। বর্তমানে আলখ পাণ্ডেকে দেশের অন্যতম ধনী শিক্ষক হিসেবেই ধরা হয়।
advertisement
3/7
১৯৯১ সালের ২ অক্টোবর প্রয়াগরাজে জন্ম আলখ পাণ্ডের। তাঁর বাবা সতীশ পাণ্ডে ছিলেন পেশায় ঠিকাদার। প্রয়াগরাজের বিশপ জনসন স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন তিনি। আইআইটি-তে সুযোগ না পেয়ে কানপুরের হারকোর্ট বাটলার টেকনিক্যাল ইনস্টিটিউট (এইচবিটিআই)-এ ভর্তি হন। তবে চতুর্থ বর্ষে পড়াশোনা ছেড়ে তিনি ফিরে আসেন প্রয়াগরাজে।
advertisement
4/7
এক সময় আর্থিক সংকট এতটাই তীব্র হয় যে পরিবারকে বাড়ি পর্যন্ত বিক্রি করতে হয় বলে জানা যায়। থাকার মতো জায়গা না থাকায় কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয় পরিবারকে। সেই সময় জীবিকা নির্বাহের জন্য টিউশন পড়ানো শুরু করেন আলখ পাণ্ডে।
advertisement
5/7
একাদশ শ্রেণিতে পড়ার সময় থেকেই তিনি পড়াতে শুরু করেন। তখন বছরে প্রায় ৫ হাজার টাকা আয় করতেন তিনি। পরিবারকে সাহায্য করার পাশাপাশি নিজের স্বপ্নকে আঁকড়ে ধরেছিলেন আলখ। ২০১৪ সালের ২৮ জানুয়ারি তিনি শুরু করেন ‘ফিজিক্স ওয়ালা’। পরে ২০১৬ সালে ‘Physics Wallah’ নামে ইউটিউব চ্যানেল চালু করেন এবং ২০১৮ সালে আসে একই নামের অ্যাপ।
advertisement
6/7
শুরুর দিকে ইউটিউব চ্যানেলে খুব বেশি ভিউ না এলেও তিনি হাল ছাড়েননি। তাঁর সহজ, সৎ ও অভিনব পড়ানোর ভঙ্গি ধীরে ধীরে লক্ষ লক্ষ পড়ুয়ার মন জয় করে নেয়। বর্তমানে তাঁর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ১.৩৯ মিলিয়নেরও বেশি। আলখ পাণ্ডের জীবন অবলম্বনে ‘Physics Wallah’ নামে একটি ওয়েব সিরিজও তৈরি হয়েছে, যেখানে অভিনয় করেছেন শ্রিধর দুবে। সিরিজটি অ্যামাজন মিনি টিভিতে সম্প্রচারিত হয়েছে।
advertisement
7/7
সম্পদের নিরিখে এবার বলিউডকেও ছাপিয়ে গিয়েছেন এই শিক্ষক। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, আলখ পাণ্ডের মোট সম্পদের পরিমাণ প্রায় ১৪,৫১০ কোটি টাকা। যা বলিউড তারকা শাহরুখ খান-এর আনুমানিক সম্পদ ১২,৪৯০ কোটি টাকার থেকেও বেশি। কুঁড়েঘর থেকে হাজার কোটির সাম্রাজ্য—আলখ পাণ্ডের এই যাত্রা আজ লক্ষ লক্ষ তরুণের কাছে অনুপ্রেরণা।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
Success Stories:কুঁড়েঘরে টিউশন পড়িয়ে শুরু, আজ হাজার কোটি টাকার সংস্থার মালিক! দেশের সবচেয়ে 'ধনী' শিক্ষক তিনিই!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল