TRENDING:

Railway Job News: রেলের অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের পুনরায় নিয়োগ করতে চলেছে পূর্ব রেল, এই সুযোগ হাতছাড়া করবেন না!

Last Updated:
Railway Job News: জেএফও ১ জন, মুভমেন্ট ইন্সপেক্টর ১ জন, চেজিং ইন্সপেক্টর ২ জন করে নিয়োগ করা হবে কর্মী। এক্ষেত্রে চাকরি প্রার্থীদের সার্ভিস সার্টিফিকেট, পেনশন পেমেন্ট অর্ডার, কাজের অভিজ্ঞতার শংসাপত্র-সহ আবেদনের ফর্ম ফিলাপ করে জমা দিতে হবে।
advertisement
1/5
রেলের অবসরপ্রাপ্তদের পুনরায় নিয়োগ করতে চলেছে পূর্ব রেল, এই সুযোগ হাতছাড়া করবেন না
রেলে বিরাট চাকরির সুযোগ অবসরপ্রাপ্তদের। ভারতীয় রেলওয়ের অবসরপ্রাপ্ত নন গেজেটেড কর্মীদের পুনরায় নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল রেলওয়ে বোর্ড। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
রেলওয়ে বোর্ডের তরফে রেলের অফিসিয়াল পোর্টাল https://er.indianrailways.gov.in এ বিজ্ঞপ্তি জারি করে পুনরায় নিয়োগের জন্য অবসরপ্রাপ্ত নন-গেজেটেড কর্মীদের থেকে আবেদন আহ্বান করা হয়েছে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/5
মেকানিকাল, ইলেকট্রিকাল, স্টোরস, ইঞ্জিনিয়ারিং, অ্যাকাউন্টস এবং রেলওয়ে বোর্ড ইত্যাদি একাধিক বিভাগের তিনটি পদের চারটি শূন্য পদে নিয়োগ করা হবে কর্মী।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/5
জেএফও ১ জন, মুভমেন্ট ইন্সপেক্টর ১ জন, চেজিং ইন্সপেক্টর ২ জন করে নিয়োগ করা হবে কর্মী। এক্ষেত্রে চাকরি প্রার্থীদের সার্ভিস সার্টিফিকেট, পেনশন পেমেন্ট অর্ডার, কাজের অভিজ্ঞতার শংসাপত্র সহ আবেদনের ফর্ম ফিলাপ করে জমা দিতে হবে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/5
রেলের নিজস্ব ওয়েবসাইট থেকে আবেদনের ফর্ম ডাউনলোড করে ফিলাপ করতে পারবেন আবেদনকারীরা। আবেদনের শেষ তারিখ ১৫ ই ডিসেম্বর পর্যন্ত। আবেদনকারীরা তাদের আবেদন পত্র ইমেইলের মারফত পাঠাতে পারবেন বিজ্ঞপ্তিতে দেওয়া (drsisrlybdkol@gmail.com) ইমেইলের মাধ্যমে। বিস্তারিত তথ্য জানতে আবেদনকারীরা অফিসিয়াল পোর্টাল https://er.indianrailways.gov.in এ গিয়ে বিজ্ঞপ্তি দেখে আবেদন পদ্ধতি জানতে পারবেন।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/শিক্ষা/
Railway Job News: রেলের অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের পুনরায় নিয়োগ করতে চলেছে পূর্ব রেল, এই সুযোগ হাতছাড়া করবেন না!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল