TRENDING:

Job Alert: পাহাড়ের কোলে কাজ করতে চান? বিপুল কর্মী নিয়োগ ন্যাবফিন্সে, আজই আবেদন করুন

Last Updated:
Job Alert: রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD)–এর অধীনস্থ নাবার্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (ন্যাবফিন্স)-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
advertisement
1/6
পাহাড়ের কোলে কাজ করতে চান? বিপুল কর্মী নিয়োগ ন্যাবফিন্সে, আজই আবেদন করুন
দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য : রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD)–এর অধীনস্থ নাবার্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (ন্যাবফিন্স)-এ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সংস্থার ওয়েবসাইটে জারি করা এই বিজ্ঞপ্তি অনুসারে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
advertisement
2/6
নিয়োগ করা হবে কাস্টোমার সার্ভিস অফিসার (Customer Service Officer – CSO) পদে। শূন্যপদের সংখ্যা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। যোগ্য প্রার্থীদের পোস্টিং দেওয়া হবে দার্জিলিং অঞ্চলে। নির্বাচিতদের মূল দায়িত্ব হবে নতুন গ্রাহক সংযোজন, ব্যবসার বিস্তার ঘটানো এবং নির্ধারিত সময়ে গ্রাহকদের কাছ থেকে কিস্তি সংগ্রহ করা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/6
যোগ্যতা হিসেবে প্রার্থীকে ন্যূনতম PUC/10+2 পাশ হতে হবে। অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে অর্থাৎ ফ্রেশাররাও আবেদনযোগ্য। তবে আবেদনকারীর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং ব্যক্তিগত দুই চাকার যান থাকা বাধ্যতামূলক। বয়সের ঊর্ধ্বসীমা নির্ধারিত হয়েছে ৩৩ বছর, সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সে ছাড় থাকবে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/6
ন্যাবফিন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচিত প্রার্থীরা দার্জিলিং অঞ্চলের যেকোনও স্থানে কাজ করতে পারবেন। এই পদে নির্বাচিতদের দায়িত্ব হবে নতুন ব্যবসা কেন্দ্র চিহ্নিত করা, সম্ভাব্য গ্রাহকদের সংযুক্ত করা এবং সংস্থার টেকসই পোর্টফোলিও বৃদ্ধি করা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/6
ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি পাঠাতে হবে নিচের ঠিকানায় —sujan.biswas@nabfins.orgmalay.sadhukhan@nabfins.orgঅথবা সংস্থার অফিসিয়াল ইমেল careers@nabfins.org–এ পাঠানো যাবে।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
6/6
১৫ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। বিস্তারিত তথ্য ও আবেদনপত্রের ফর্ম সংস্থার মূল বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে —https://share.google/F1gBXYnyXgz8H05Doছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বাংলা খবর/ছবি/শিক্ষা/
Job Alert: পাহাড়ের কোলে কাজ করতে চান? বিপুল কর্মী নিয়োগ ন্যাবফিন্সে, আজই আবেদন করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল