Knowledge Story: একজন IAS এবং IPS অফিসারের মধ্যে মূল পার্থক্য কীসের? কে বেশি শক্তিশালী? উত্তর চমকে দেবে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Knowledge Story: একজন IAS এবং IPS অফিসারের মধ্যে পার্থক্য কী? দুই পদের মধ্যে বেশি শক্তিশালী কে? এই সাধারণ প্রশ্নগুলির উত্তর অনেকেই জানেন না
advertisement
1/11

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ UPSC-র কথা আমরা সবাই জানি। দেশের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলির মধ্যে গণ্য করা হয় এই পরীক্ষাকে।
advertisement
2/11
প্রতি বছর লক্ষ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ করে থাকেন। আর যারা সফল হযন তাঁদের IAS, IPS এবং IFS-এর মতো গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করা হয়। যা দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদগুলির মধ্যে অন্যতম।
advertisement
3/11
কিন্তু একজন IAS এবং IPS অফিসারের মধ্যে পার্থক্য কী? দুই পদের মধ্যে বেশি শক্তিশালী কে? এই সাধারণ প্রশ্নগুলির উত্তর অনেকেই জানেন না।
advertisement
4/11
কে IAS হতে পারে? IAS যার পূর্ণরূপ হল ভারতীয় প্রশাসনিক পরিষেবা। যারা UPSC পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পান, তাঁরা IAS-এর মতো গুরুত্বপূর্ণ পদের দায়ভার পান। এর মাধ্যমে আমলাতন্ত্রে প্রবেশ করেন তাঁরা। IAS-র জন্য নির্বাচিত ব্যক্তিদের বিভিন্ন মন্ত্রণালয় বা জেলার প্রধান করা হয়।
advertisement
5/11
IPS হতে পারেন কারা? IPS অর্থাৎ ভারতীয় পুলিশ পরিষেবার মাধ্যমে, পুলিশ ইউনিটের সবচেয়ে বড় অফিসার পদে নিয়োগ করা হয়।
advertisement
6/11
এখন যদি পোস্টের কথা বলা হয় তাহলে ট্রেইনি IPS থেকে DGP বা ইন্টেলিজেন্স ব্যুরো, সিবিআই প্রধান পর্যন্ত পৌঁছতে পারেন এই পদের জন্য নির্বাচিত ব্যক্তিরা।
advertisement
7/11
IAS এবং IPS-র মধ্যে পার্থক্য কী? একজন IAS-এর কাঁধে থাকে পুরো প্রশাসন, নীতি তৈরি এবং বাস্তবায়নের দায়িত্ব। পাশাপাশি একজন IPS তাঁর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং অন্যান্য অপরাধ প্রতিরোধের দায়িত্ব পালন করেন।
advertisement
8/11
কে বেশি শক্তিশালী? এখানে আরও একটি বিষয় জানা খুবই জরুরি যে, এক এলাকায় একজন মাত্র আইএএস থাকেন।
advertisement
9/11
অন্যদিকে এক এলাকায় একাধিক আইপিএস থাকতে পারেন। IAS-র সর্বনিম্ন পোস্ট হল যে কোনও জেলার ডিএম-র পোস্ট, এদিকে আইপিএসের সর্বনিম্ন পোস্ট হল জেলার এসপি-র পোস্ট। এছাড়াও আইপিএসকে সর্বদা ইউনিফর্মে থাকতে হয়। আইএএস-এর ইউনিফর্ম নেই।
advertisement
10/11
একজন IAS অফিসারের কাঁধে অনেক দায়িত্ব। তাঁকে সরকারি বিভাগ এবং অনেক মন্ত্রণালয়ের কাজ সামলাতে হয়।
advertisement
11/11
এবং একজন IPS অফিসারকে শুধুমাত্র পুলিশ বিভাগে কাজ করতে হয়। তাঁরও দায়িত্ব কোনও অংশে কম নয়। দুই পদই আমাদের দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানীয়।