TRENDING:

আগামী ৭ জুলাই, ২০২৫ সোমবার কি ছুটি থাকতে চলেছে স্কুল? এক ঝলকে দেখে নিন

Last Updated:
Will Schools Remain Closed On July 7, 2025: ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে যে, আগামী ৭ জুলাই ২০২৫ তারিখে কি ছুটি থাকতে চলেছে স্কুলগুলি?
advertisement
1/5
আগামী ৭ জুলাই, ২০২৫ সোমবার কি ছুটি থাকতে চলেছে স্কুল? এক ঝলকে দেখে নিন
দীর্ঘ গরমের ছুটির পর সারা দেশের স্কুলগুলি ইতিমধ্যেই খুলে গিয়েছে। নতুন একটা বছর, নতুন ক্লাসঘর, নতুন বইয়ের পাতার গন্ধ - সব মিলিয়ে ছাত্রছাত্রীদের উচ্ছ্বাসও বাঁধভাঙা। তবে সামনে রয়েছে একের পর এক আসন্ন ছুটিও। চলতি মাসেই রয়েছে বেশ কিছু ছুটি। তবে ইতিমধ্যেই ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে যে, আগামী ৭ জুলাই ২০২৫ তারিখে কি ছুটি থাকতে চলেছে স্কুলগুলি? (Representative Image)
advertisement
2/5
সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৬ জুলাই অর্থাৎ রবিবার মহরম (Muharram) পালিত হওয়ার কথা। তবে আগের দিন সন্ধ্যায় চাঁদ দেখার উপর ভিত্তি করে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। যদি এক দিন পরে চাঁদ দেখা যায়, তাহলে মহরম পালিত হতে পারে আগামী ৭ জুলাই অর্থাৎ সোমবার। যার প্রভাব পড়বে একাধিক রাজ্যের স্কুল এবং অফিসের কার্যক্রমে। (Representative Image)
advertisement
3/5
এখন স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের কী করণীয়?- এখনও পর্যন্ত অবশ্য আগামী ৭ জুলাইয়ের ছুটি নিয়ে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে কোনও ফর্ম্যাল নোটিস আসেনি। রাজ্য সরকার এবং জেলা শিক্ষা কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপরেই এখন বিষয়টি নির্ভর করছে। মূলত চাঁদ দেখা যাওয়ার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হবে। সেই কারণে অফিশিয়াল স্কুল কমিউনিকেশনসের মাধ্যমে আপডেটেড থাকতে হবে অভিভাবকদের। তাই জেলা প্রশাসনের ওয়েবসাইটে নজর রাখতে হবে। এছাড়া রাজ্য শিক্ষা দফতরের ঘোষণার দিকেও নজর রাখা যেতে পারে। (Representative Image)
advertisement
4/5
জুলাই ২০২৫-এর স্কুল ক্যালেন্ডার অনুযায়ী ছুটির তালিকা: চলতি মাসের স্কুল ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৭ জুলাই ২০২৫ তারিখে অর্থাৎ আগামী সোমবার মহরম পালিত হলে বন্ধ থাকতে পারে ভারতের বিভিন্ন রাজ্যের একাধিক স্কুল। যদিও স্থানীয় সরকারি নির্দেশিকার উপর ভিত্তি করে চূড়ান্ত ঘোষণা এক-এক রাজ্যের ক্ষেত্রে এক-এক রকম হতে পারে। এর পাশাপাশি বর্ষার মরশুমের জন্যও স্কুল ছুটি থাকবে কিছু কিছু জায়গায়। বিশেষ করে দেশের যেসব এলাকায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি, সেখানে তো বটেই! স্থানীয় এই ছুটির বিষয়ে সাধারণত ঘোষণা করে জেলা প্রশাসন। মূলত প্রতিকূল আবহাওয়ার পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই ঘোষণা করা হয়। এরই সঙ্গে চলতি মাসে চারটি রবিবারের ছুটিও পেতে চলেছে পড়ুয়ারা। (Representative Image)
advertisement
5/5
জুলাই ২০২৫-এ বিশেষ দিন এবং উপলক্ষ কী কী রয়েছে:স্কুলের ছুটির পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ জাতীয় এবং আন্তর্জাতিক উৎসবও পড়েছে চলতি মাসে। এর মধ্যে অন্যতম হল:জুলাই ১ - জাতীয় চিকিৎসক দিবসজুলাই ৬ - বিশ্ব জুনোসিস দিবসজুলাই ১০ - বকরিদ/ ঈদ-উল-আঝাজুলাই ১১ - বিশ্ব জনসংখ্যা দিবসজুলাই ১৫ - ওয়ার্ল্ড ইউথ স্কিলস ডেজুলাই ১৮ - নেলসন ম্যান্ডেলা ইন্টারন্যাশনাল ডেজুলাই ২২ - চন্দ্রযান-২ লঞ্চ ডে (স্মৃতি উদযাপন)জুলাই ২৬ - কার্গিল বিজয় দিবসজুলাই ২৮ - বিশ্ব হেপাটাইটিস দিবসজুলাই ২৯ - আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস
বাংলা খবর/ছবি/শিক্ষা/
আগামী ৭ জুলাই, ২০২৫ সোমবার কি ছুটি থাকতে চলেছে স্কুল? এক ঝলকে দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল