TRENDING:

DRDO Apprentice Recruitment 2021: শুরু হয়েছে ৫৭ টি 'অ্যাপ্রেন্টিস' পদে নিয়োগ! রইল লিঙ্ক...

Last Updated:
আগ্রহী উপযুক্ত প্রার্থীরা ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কিমে (DRDO Apprentice Recruitment 2021) অনলাইন আবেদন করতে পারেন। অনলাইন আবেদন করার ওয়েবসাইটটি হল mhrdnats.gov.in। ওই পদগুলির জন্য আবেদন করার শেষ দিন হল ২০ জুলাই ২০২১!
advertisement
1/6
শুরু হয়েছে ৫৭ টি 'অ্যাপ্রেন্টিস' পদে নিয়োগ! রইল লিঙ্ক...
কমব্যাট ভেহিকল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (Combat Vehicles Research & Development) এবং ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (Defence Research & Development Organization) অ্যাপ্রেন্টিস (Apprentice) পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের কাছে আবেদনপত্র আহ্বান করেছে। আগ্রহী উপযুক্ত প্রার্থীরা ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেনিং স্কিমে অনলাইন আবেদন করতে পারেন। অনলাইন আবেদন করার ওয়েবসাইটটি হল mhrdnats.gov.in। ওই পদগুলির জন্য আবেদন করার শেষ দিন হল ২০ জুলাই ২০২১!
advertisement
2/6
আবেদনের যোগ্যতা : ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অথবা ডিপ্লোমাধারীরা ওই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে তাঁদের ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে পাস-আউট হতে হবে। অর্থাৎ ওই তিন বছরের আগে যদি কেউ পাস করে থাকেন তাহলে তাঁরা অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন করতে পারবেন না। পাশাপাশি যাঁরা তামিলনাডুর বাসিন্দা তাঁরা অ্যাপ্রেন্টিস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ১৯৭৩-এর অধীনে ওই পদে আবেদন করতে পারবেন।
advertisement
3/6
৫ জুলাই থেকে আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। NATS পোর্টালে আবেদনের শেষ দিন- আবেদনের শেষ তারিখ ২০ জুলাই ২০২১। কমব্যাট ভেহিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এসটাবলিস্টমেন্ট (CVRDE), আবাদি, চেন্নাইয়ে আবেদনের শেষ তারিখ ২৮ জুলাই ২০২১। শর্টলিস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে, ৩০ জুলাই ২০২১। এরপরে শর্টলিস্ট প্রার্থীদের তথ্য যাচাই করার নির্ধারিত দিন ৯ অগস্ট ২০২১।
advertisement
4/6
শূন্যপদ কতগুলি : স্নাতক অ্যাপ্রেন্টিস এর জন্য রয়েছে ৩১টি শূন্যপদ। টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিসদের জন্যে রয়েছে ২৬টি শূন্যপদ। সব মিলিয়ে ৫৭ টি শূন্যপদের যোগ্য ব্যক্তিদের নেওয়া হবে। প্রতীকী ছবি।
advertisement
5/6
শিক্ষাগত যোগ্যতা- যে সব আগ্রহী প্রার্থীরা ওই অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাঁরা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা যাচাই করতে পারেন। ওই ওয়েবলিঙ্কটি হল- http://portal.mhrdnats.gov.in/sites/default/files/file_upload/Notification_CVRDE_2021_22.pdf
advertisement
6/6
নিয়োগ প্রক্রিয়া : আবেদনকারীদের আবেদনপত্র প্রথমে ভালো করে যাচাই করা হবে। তারপর স্নাতক স্তরে এবং ডিপ্লোমা স্তরে যাবতীয় নম্বরের ভিত্তিতে আবেদনকারীদের বাছাই করা হবে। যাঁরা শর্টলিস্ট প্রার্থী হবেন তাঁদের মেইল আইডি-তে মেইল করে জানিয়ে দেওয়া হবে। এরপর শর্টলিস্ট প্রার্থীদের চেন্নাইয়ে গিয়ে তথ্য যাচাই করতে হবে। তথ্য যাচাই সম্পন্ন হলে উত্তীর্ণদের নিয়োগপত্র দেওয়া হবে। উল্লেখ্য, ওয়েবসাইটে আবেদনের আগে নির্দিষ্ট নোটিফিকেশন ভাল করে পড়ে নিন। এবং তার পরেই আবেদন করুন।
বাংলা খবর/ছবি/চাকরি ও শিক্ষা/
DRDO Apprentice Recruitment 2021: শুরু হয়েছে ৫৭ টি 'অ্যাপ্রেন্টিস' পদে নিয়োগ! রইল লিঙ্ক...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল