Anganwadi Recruitment 2021: Class (V) যোগ্যতায় সরকারি কাজের বিশাল বড় সুযোগ, বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
এত বড় সুযোগ, তার সঙ্গে সরকারি কাজের (Anganwadi Recruitment 2021) জন্য মাত্র শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি, বারবার জীবনে আসেনা
advertisement
1/13

সরকারি কাজের বড় সুযোগ ৷ অঙ্গনওয়াড়ির বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ৷ ক্লাস (V) পাশ (Class Five Qualification Government Jobs) করলেই আবেদন করা যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/13
অঙ্গনওয়াড়ি কর্মপ্রার্থীদের জন্য বড় সুযোগ রয়েছে কর্নাটক সরকার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/13
কার্যকর্তা ও সহায়িকা পদে আগ্রহী কর্মপ্রার্থীদের কাছ থেকে আবেদনের আহ্বান জানানো হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/13
আগামিকাল অর্থাৎ ২৩ অগাস্ট ২০২১ আবেদনের শেষ তারিখ ৷ ইচ্ছুক কর্মপ্রার্থীরা Anganwadi আধিকারিক ওয়েবসাইটে (anganwadirecruit.kar.nic.in) গিয়ে আবেদন করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/13
(Anganwadi Recruitment 2021) ১৫০০ শূন্যপদে কর্মী নিয়োগ প্রক্রিয়া এক নজরে দেখে নিন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/13
(Anganwadi Recruitment 2021): আবেদনের শুরু হয়েছে ০৯ জুলাই ২০২১ শেষদিন ২৩ অগাস্ট ২০২১ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/13
(Anganwadi Recruitment 2021): যে যে পদে নিয়োগ প্রক্রিয়া হবে সেগুলি হল ৷ বিভিন্ন জেলা অনুসারে বিজ্ঞাপন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/13
(Anganwadi Recruitment 2021): হাভেরিতে (Haveri) ৯৩টি শূন্যপদে নিয়োগ করা হবে ৷ ধারওয়াদে (Dharwad), ৯১টি, রাইচুরে (Raichur) ৪৭টি, বেলাগাভিতে (Belagavi) ৩৩৩টি, শিবামোগ্গাতে (Shivamogga) ১৪৭টি, ইয়াদগির (Yadgir) ৩৭টি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/13
(Anganwadi Recruitment 2021): ব্যাঙ্গালোর গ্রামীণ (Bangalore Rural) ৯৬টি, দক্ষিণ কন্নড় (Dakshina Kannada) ৭৩টি, মাইসোরে (Mysore) ১৬৬টি, কলাবুড়গি (Kalaburagi) ৩৩১টি, বিদার (Bidar) ১১৩টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রশাসনের ৷ মোট শূন্য পদ ১,৫২৭ টি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/13
(Anganwadi Recruitment 2021): আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ক্লাস ফোর (IV), এইট (VIII), নাইন (IX)/এসএসএলসি (SSLC) যে কোনও মান্যতা প্রাপ্ত শিক্ষাপ্রতিষ্টান বা সংসদ থেকে পাশ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/13
(Anganwadi Recruitment 2021): আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/13
(Anganwadi Recruitment 2021): অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতনক্রম (Anganwadi Recruitment 2021: Salary Structure), অঙ্গনওয়াড়ি হেল্পার পদে বেতন মাসিক ৪,০০০ টাকা করে ৷ (Anganwadi Helper : 4000), অঙ্গনওয়াড়ি কর্মীর বেতন মাসিক ৮,০০০ টাকা (Anganwadi Worker 8000), অঙ্গনওয়াড়ি মিনি ওয়ার্কার (Anganwadi Mini Worker, 6000) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/13
(Anganwadi Recruitment 2021): আর মাত্র কয়েক ঘণ্টা সময় আছে ৷ এখনই আবেদন করে সরকারি কাজ করার জন্য আরও কয়েক কদম এগিয়ে যান ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/চাকরি ও শিক্ষা/
Anganwadi Recruitment 2021: Class (V) যোগ্যতায় সরকারি কাজের বিশাল বড় সুযোগ, বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি